মুম্বই: প্রয়াত বর্ষীয়াণ অভিনেত্রী তবসুম। ১৯৪৭ সালে শিশুশিল্পী হিসেবে তিনি কেরিয়ার শুরু করেন। এদিন মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। শুক্রবার রাতে তাঁর প্রথমবার হার্ট অ্যাটাক হয়। রাত ৮টা ৪০ নাগাদ তিনি প্রথমবার হৃদরোগে আক্রান্ত হন। আর তার ঠিত ২ মিনিট পর ফের তিনি হৃদরোগে আক্রান্ত হন। 


প্রয়াত জনপ্রিয় এবং বর্ষীয়ান অভিনেত্রী তবসুম-


জানা গিয়েছে, গত বেশ কয়েকদিন ধরে বর্ষীয়ান অভিনেত্রী তবসুম অসুস্থ ছিলেন। তাঁকে ভর্তি করা হয়েছিল মুম্বইয়ের একটি হাসপাতালে। দীর্ঘদিন ধরেই তিনি নানা অসুস্থতার কারণে ভুগছিলেন। তাঁকে হাসপাতাল থেকে ছুটিও দেওয়া হয়। কিন্তু ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। আর শুক্রবার তাঁকে ফের হাসপাতালে ভর্তি করতে হয়। শুক্রবার রাতে মাত্র ২ মিনিটের ব্যবধানে তাঁর পর পর দু বার হার্ট অ্যাটাক হয়। আর দুবার হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি প্রয়াত হন। তবসুমের পুত্র হোসাং গোভিল জানিয়েছেন যে, যতক্ষণ না তাঁর শেষকৃত্য সম্পন্ন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যেন কাউকে মায়ের মৃত্যু সংবাদ না দেওয়া হয়, তাঁর শেষ ইচ্ছে ছিল এটাই।