Zakir Hussain: গুরুতর অসুস্থ উস্তাদ জাকির হুসেন। সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিশ্ববিখ্যাত তবলাবাদক। পিটিআই সূত্রে জানা গিয়েছে, তবলা মায়েস্ত্রো- র বন্ধু বিখ্যাৎ বাঁশিবাদক রাকেশ চৌরাসিয়া এই খবর জানিয়েছেন রবিবার। এর পাশাপাশি উস্তাদ জাকির হুসেনের ম্যানেজার নির্মলা বাচানি জানিয়েছেন, ৭৩ বছর বয়সী তবলাবাদকের রক্তচাপ সংক্রান্ত শারীরিক সমস্যা রয়েছে। অসুস্থতা অনুভব করেছিলেন তবলা মায়েস্ত্রো। তারপরই তাঁকে ভর্তি করা হয় আইসিইউতে।
কিংবদন্তী তবলা-বাদক আল্লা রাখার সন্তান উস্তাদ জাকির হুসেন। নিজের কেরিয়ারে মোট পাঁচটি গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছিলেন জাকির হুসেন। এর মধ্যে তিনটি পেয়েছিলেন চলতি বছরই শুরুর দিকে হওয়া ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে। পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন ১৯৮৮ সালে। পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন ২০০২ সালে। আর পদ্মবিভূষণ সম্মান পেয়েছিলেন ২০২৩ সালে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।