Zakir Hussain Demise: প্রয়াত কিংবদন্তী তবলা-শিল্পী জাকির হুসেন। আমেরিকার হাসপাতালে আইসিইউ-তে ভর্তি ছিলেন কিংবদন্তী তবলা-শিল্পী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। হার্টের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। পদ্মশ্রী ও পদ্মবিভূষণ প্রাপ্ত জাকির হোসেন, পেয়েছিলেন তিনটি গ্র্যামি অ্যাওয়ার্ড। গভীর শোকপ্রকাশ রাজস্থানের মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠৌরের। কিংবদন্তী তবলা-বাদক আল্লা রাখার সন্তান উস্তাদ জাকির হুসেন। নিজের কেরিয়ারে মোট পাঁচটি গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছিলেন জাকির হুসেন। এর মধ্যে তিনটি পেয়েছিলেন চলতি বছরই শুরুর দিকে হওয়া ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে। পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন ১৯৮৮ সালে। পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন ২০০২ সালে। আর পদ্মবিভূষণ সম্মান পেয়েছিলেন ২০২৩ সালে।
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন উস্তাদ জাকির হুসেন। সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছিলেন তিনি। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিশ্ববিখ্যাত তবলাবাদক। পিটিআই সূত্রে জানা গিয়েছে, তবলা মায়েস্ত্রো- র বন্ধু বিখ্যাৎ বাঁশিবাদক রাকেশ চৌরাসিয়া এই খবর জানিয়েছিলেন। এর পাশাপাশি উস্তাদ জাকির হুসেনের ম্যানেজার নির্মলা বাচানি জানিয়েছেন, ৭৩ বছর বয়সী তবলাবাদকের রক্তচাপ সংক্রান্ত শারীরিক সমস্যা রয়েছে। অসুস্থতা অনুভব করেছিলেন তবলা মায়েস্ত্রো। তারপরই তাঁকে ভর্তি করা হয় আইসিইউতে।
উস্তাদ জাকির হুসেনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়
তবলা মায়েস্ত্রোর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দুনিয়া। অনুরাগীরা বলছেন, 'তবলা রিদম থেমে গেল'। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে উপচে পড়ছে 'রেস্ট ইন পিস'- এর পোস্ট। মনখারাপ সকলেরই। আনন্দ মহিন্দ্রা, হর্ষ গোয়েঙ্কার মত প্রথম সারির শিল্পপতি থেকে শুরু করে রাজনৈতিক মহলের প্রবাদপ্রতিম, সকলেই শোকস্তব্ধ উস্তাদ জাকির হুসেনের প্রয়াণে।
আরও পড়ুন- ছোটপর্দায় ফিরছেন সৌমিতৃষা? জুটি বাঁধছেন কার সঙ্গে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।