বিয়ে করিনি বলে কোনও আফশোস নেই, বললেন তব্বু
ABP Ananda, Web Desk | 02 Jul 2018 10:16 AM (IST)
মুম্বই: বিয়ে না করায় কোনও আফশোস নেই তাঁর। বরং সিঙ্গল থাকা জীবনের সেরা সিদ্ধান্ত। এক সময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী তব্বু নিজে বলেছেন এ কথা। দিদি ফারহা বিন্দু দারা সিংহের সঙ্গে ডিভোর্সের পর বিয়ে করেছেন সুমিত সায়গলকে। ৪৬ বছরের তব্বু এখনও অবিবাহিত। নিজের সিঙ্গলহুড দারুণ এনজয় করেন চাঁদনি বার, চিনি কম, মকবুল-এর অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তব্বু বলেছেন, একা থাকার সিদ্ধান্ত যে একদম সঠিক তা সব সময় তাঁর মনে হয়। তিনি বলেছেন, যেহেতু বিয়ে তিনি কখনও করেননি, তাই বলা সম্ভব নয়, কোন জীবনটা বেশি ভাল। দুই জীবনের অভিজ্ঞতা থাকলেই একমাত্র এ নিয়ে মন্তব্য করা সম্ভব। বিয়ে না করায় আফশোস হয়? বেশ কিছুক্ষণ চুপ করে থাকেন তব্বু। তারপর হেসে বলেন, না, কখনওই না।