মুম্বই: 'মকবুল', 'হায়দার' এবং 'তলওয়ার' ছবির পর ফের একসঙ্গে কাজ করতে চলেছেন পরিচালক বিশাল ভরদ্বাজ এবং অভিনেত্রী তব্বু। নতুন ছবির নাম 'খুফিয়া', মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।


অমর ভূষণ রচিত 'এসকেপ টু নোহয়্যার' (Escape to Nowhere) উপন্যাসের উপর তৈরি হচ্ছে স্পাই থ্রিলার ঘরানার ছবি 'খুফিয়া'। ছবিতে বিভিন্ন মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আলি ফজল, ওয়ামিকা গাব্বি, আশিস বিদ্যার্থীকে। 


 






ফের বিশাল ভরদ্বাজের সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত তব্বু নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'এই ছবিতে নিছক রোমাঞ্চ দেখতে পাবেন দর্শকেরা। বিশাল ভরদ্বাজের সঙ্গে ফের কাজ করতে পেরে আমি উচ্ছ্বসিত। খুব শীঘ্রই আসছে নেটফ্লিক্সে।'


'খুফিয়া' তাঁর খুব কাছের কাজ, জানান তব্বু। বিশাল ভরদ্বাজের সঙ্গে ফের কাজ করতে পারা ঠিক যেন বহুদিন পর 'ঘরে ফেরার' মতো। 


নেটফ্লিক্স কর্তৃপক্ষের মতে, 'বিশাল ভরদ্বাজের ছবিগুলি চলমান গল্পের মাধ্যমে বিভিন্ন চরিত্র এবং তাদের জগতের মধ্যে অন্তর্নিহিত দ্বন্দ্ব প্রদর্শন করতে পারে। আমরা 'খুফিয়া' ছবিটি নিয়ে বেশ প্রত্যাশা করে আছি।'


আরও পড়ুন: Celebrities in OTT: অনুরাগীদের উদ্দেশে ওটিটি প্ল্যাটফর্মে কিং খানকে স্বাগত জানানোর বার্তা সলমন খানের