মুম্বই: বিগত কয়েক বছরে বেশ কিছু বলি তারকা ওটিটি প্ল্যাটফর্মে পা রেখেছেন। অক্ষয় কুমার, সেফ আলি খান, সঞ্জয় দত্ত, অজয় দেবগণ তাঁদের মধ্যে অন্যতম উল্লেখ্য নাম। 'সেক্রেড গেমস' সিরিজের হাত ধরে ওটিটিতে পা রেখেছিলেন সেফ আলি খান। ২০২০ সালে ডিজনি প্লাস হটস্টারে 'লক্ষ্মী' ছবি মুক্তির মাধ্যমে ওটিটিতে প্রবেশ করেন অক্ষয় কুমার। শাহিদ কপূর, মাধুরী দীক্ষিতের মতো তারকারাও এখন ডিজিট্যাল প্ল্যাটফর্মে পা রাখার কথা ভাবছেন।


যদিও বাকিদের মতো ওটিটিতে এখনও পা রাখতে দেখা যায়নি বলিউডের বাদশাকে। যদিও তাঁর অনুরাগীরা ওটিটিতে শাহরুখের প্রবেশের অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন। তবে আজ, ১৬ সেপ্টেম্বর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন কিং খান, যা পরোক্ষে তাঁর ওটিটিতে প্রবেশেরই জানান দিচ্ছে।


শাহররুখের 'Siway SRK' অর্থাৎ 'শাহরুখ ছাড়া' বিজ্ঞাপনটি মুক্তি পেয়েছে গত সপ্তাহেই। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংও ছিল সেই ভিডিও। সেই বিজ্ঞাপনে ওটিটিতে সকলের সঙ্গে না থাকায় কিং খানের নিজেকে হারিয়ে ফেলার ভয় দেখানো হয়েছিল।


শাহরুখ খান আজ ফের একটি ভিডিও পোস্ট করেছেন। যাতে দেখা যাচ্ছে তাঁর ম্যানেজার জানাচ্ছেন যে ডিজনি প্লাস হটস্টার তাঁর ডিজিট্যাল ডেবিউর আইডিয়া খারিজ করে দিয়েছে। ক্রাইম ড্রামার জায়গা নিয়েছেন অজয় দেবগণ, হরর কমেডির স্থান নিয়ে নিয়েছেন সেফ আলি খান। ফলে কোনও ঘরানাতেই তাঁর জায়গা হচ্ছে না। যদিও সুপারস্টার এই ভিডিও ক্লিপটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'অবশ্য আমি হেরে গিয়ে জিতে যাওয়া মানুষদের অন্যতম।'


 






'রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই' তারকা সলমন খান সেই একই বিজ্ঞাপন তাঁর ট্যুইটারে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, 'হুমম শাহরুখ খানকে স্বাগত জানাবেন না?'


 






সেই পোস্টের উত্তরে কী বললেন শাহরুখ? ভাইজানকে ধন্যবাদ জানিয়ে কিং খান লেখেন, 'ধন্যবাদ ভাইজান। এই বন্ধন এখনও ভালবাসার বন্ধনই আছে।' তাঁদের প্রত্যেক পোস্টে ব্যবহৃত হচ্ছে হ্যাশট্যাগ 'Siway SRK'।