মুম্বই:  অক্ষয় কুমারের দেওয়া প্যাডম্যান চ্যালেঞ্জ গ্রহণ করে, আমির খান-আলিয়া ভট্টের পর এবার স্যানিটারি ন্যাপকিন হাতে ছবি দিলেন দীপিকা পাডুকোন। শুধু ছবি নয়, একটি ভিডিও পোস্ট করেছেন দীপিকা। ভিডিওতে দীপিকা বলেছেন, হ্যাঁ ঠিকই দেখছেন...আমার হাতে রয়েছে প্যাড, এতে লজ্জার কিছু নেই। মেয়েদের মাসিক হওয়া খুবই স্বাভাবিক, এবং তারজন্যে প্যাডের প্রয়োজনীয়তাও।





নিজের ছবিটি পোস্ট করার পর দীপিকা ট্যাগ করেছেন ব্যাডমিন্টন প্লেয়ার পি.ভি সিন্ধু প্যাডম্যান চ্যালেঞ্জে। প্রথমে অরুণাচালম মুরুগন্থাম যিনি প্যাডম্যান ছবির বাস্তব অনুপ্রেরণা, প্যাডম্যান চ্যালেঞ্জ দিয়ে অক্ষয়-টুইঙ্কলকে ট্যাগ করেছিলেন। তারপর অক্ষয় আবার তাঁর তিন সহঅভিনেতাকে ট্যাগ করেন। দীপিকার পর স্যানিটারি ন্যাপকিন হাতে ছবি দিলেন পদ্মাবতের অন্যতম অভিনেত্রী অদিতি রাও হায়দারি। তাঁর ছবিটি শেয়ার করেছেন সোনাম কপূর।





এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন বলিউড ব্রিগেডের যে সমস্ত তারকারা, তাঁদের মধ্যে রয়েছেন স্বারা ভাস্কর, বরুণ ধওয়ান, দিয়া মির্জা।

 


 



 


 



 


 



তবে এখনও শাহরুখ খান, অমিতাভ বচ্চনের থেকে এই চ্যালেঞ্জ গ্রহণ করে কোনও ছবি পোস্ট করতে দেখা যায়নি।