তিনি ওই বার্তায় লেখেন- " সতর্কীকরণ! বাঁ দিকে সোয়াইপ করার আগে মনে রাখবেন, কিছু ছবি আপনার পছন্দের সঙ্গে নাও মিলতে পারে।"
(বাকি ছবি দেখতে ডান দিকে ক্লিক করুন।)
"শেষ দুই মাসে আমার মধ্যে আমূল পরিবর্তন হয়েছে। আমি এটা বলতে চাই না, এটা শুঁয়োপোকা থেকে প্রজাপতি হয়ে ওঠা, নাকি ঠিক তার উল্টোটা। আমি হয়ত লার্ভা বা শুঁয়োপোকার জীবনের অন্য কোনও স্তরে আছি, কারণ প্রতিটা পর্যায়ই আমার কাছে বিশেষ ও স্বতন্ত্র।"
এইভাবেই নিজের জীবনের পরিবর্তনের বিভিন্ন স্তরকে ব্যাখ্যা করেছেন তাহিরা। এই প্রতিটা স্তরের মধ্যেই থাকে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ। মানসিক ও শারিরীক পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার অভিজ্ঞতার কথাই অন্যভাবে উঠে এসেছে তাহিরার কলমে।
তাহিরা লিখেছেন, একসময় রূপকথার র্যাপুনজেলের মতো চুল পছন্দ ছিল তাঁর। লম্বা চুলের আড়ালে তিনি ঢেকে রাখতে চাইতেন 'ব্রণ,বাঁকা নাক কিংবা বলিরেখা'। কিন্তু সেই চুল হারানোর সঙ্গে সঙ্গে যে তাঁর জীবনে সৌন্দর্যের সংজ্ঞাটুকুও বদলে গেছে, সে-কথা খোলাখুলি বলেছেন তাহিরা।
২০১৮র সেপ্টেম্বরে নিজের ক্যান্সার আক্রান্ত হওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় প্রথম শেয়ার করেন তাহিরা কাশ্যপ।