মুম্বই: টিনসেল টাউনের সবচেয়ে জনপ্রিয় তারকা সন্তান বোধহয় করিনা কপূর ও সইফ আলি খানের ছেলে তৈমুর। ইন্টারনেটে দুই বছরের এই শিশু বেশ জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় তার ছবি ও ভিডিও অনেক সময়ই ভাইরাল হয়ে যায়। গতকাল তৈমুরকে সঙ্গে নিয়ে মুম্বইয়ে করিশ্মা কপূরের অফিসের বাইরে দেখা যায় করিনাকে। আসলে দীপাবলি উদযাপন করতে মায়ের সঙ্গে সেখানে এসেছিল তৈমুর। মা ও ছেলে-দুজনের পরনেই ছিল গোলাপি রঙের পোশাক। তৈমুরের দুই হাতেই ছিল ফুলঝুরির প্যাকেট। সাধারণত তৈমুরকে হাসিখুশি মেজাজেই দেখা যায়। কিন্তু ওই দিনটা কিন্তু যেন একটু অন্যরকম।
আলোকচিত্রীরা যখন ছবি তুলছিলেন, তখন তৈমুরকে বলতে শোনা গেল ‘নো’। করিনা ছেলেকে দীপাবলির শুভেচ্ছা জানাতে বললেন। প্রথমটায় মেজাজ ভালো না থাকলেও পরে মায়ের শিখিয়ে দেওয়া কথায় দীপাবলির শুভেচ্ছা জানায় সে।
করিনা ও তাঁর মা ববিতা কপূর এবং দিদি করিশ্মা কপূর আলোকচিত্রীদের আবদার মেনে পোজ দেন।
করিনাকে আগামী সিনেমা ‘গুড নিউজ’-এ দেখা যাবে। এই সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, কিয়ারা আডবাণী ও দলজিত দোসাঞ্জের মতো শিল্পী। আগামী ২৭ ডিসেম্বর এই সিনেমা মুক্তি পাবে। এছাড়াও ‘তখত’, ‘হিন্দি মিডিয়াম’ ও ‘লাল সিংহ চাড্ডা’-র মতো সিনেমা রয়েছে তাঁর হাতে।