শাকিবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না, চাওয়া হবে শো-কজের জবাব, খবর বিসিসিআই সূত্রে
Web Desk, ABP Ananda | 28 Oct 2019 03:43 PM (IST)
সম্প্রতি বিসিবি-র বিরুদ্ধে ক্রিকেটারদের বিদ্রোহের নেতৃত্ব দেন বাংলাদেশের টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক শাকিব।
ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তি সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করার অভিযোগ উঠলেও, তারকা ক্রিকেটার শাকিব আল-হাসানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিসিবি সূত্রে এমনই খবর। তবে বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী জানিয়েছেন, শো-কজের জবাব দিতে হবে শাকিবকে। সম্প্রতি বিসিবি-র বিরুদ্ধে ক্রিকেটারদের বিদ্রোহের নেতৃত্ব দেন বাংলাদেশের টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক শাকিব। এরপরেই তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি নেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, শাকিবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে না বিসিবি। তবে জাতীয় দলের স্পনসরের প্রতিদ্বন্দ্বী একটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কেন চুক্তি করেছেন, তার ব্যাখ্যা দিতে হবে এই ক্রিকেটারকে।