মুম্বই: সারোগেসির মাধ্যমে বাবা হয়েছেন তুষার কপূর। কিছুদিন আগে পালন করেছেন তাঁর ছেলে লক্ষ্যর এক বছরের জন্মদিন। সেই ছবিতে অভ্যাগতদের মধ্যে দেখা গিয়েছিল করিনা কপূরের ছেলে তৈমুরকেও। সকলের নজর কেড়ে নিয়েছিল সে।





মনে হচ্ছে, লক্ষ্য ও তৈমুরের মধ্যে ভাব ক্রমশ বাড়ছে। এবার তাদের দেখা গেল মেঝেয় মাদুর পেতে বসে। সঙ্গে আরও একটা বাচ্চা। তারা একসঙ্গে বসে নার্সারি রাইম শুনছে। লক্ষ্যর বাবা তুষার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ছবিটি। সঙ্গে হ্যাশট্যাগ, দ্য হুইলস অন দ্য বাস, জনি জনি ইয়েস পাপা।






দেখুন বাবার কোলে লক্ষ্যর আর একটি ছবি।