মুম্বই: এবার ঠাকুমা শর্মিলা ঠাকুরের বাড়ি ঘুরে এল সাড়ে সাত মাসের নবাব পুত্র। আয়ার কোলে চড়ে শর্মিলার বাড়ির সামনে দেখা গেল তাকে।





মা করিনা কপূর আগামী ছবি ভিরে দি ওয়েডিংয়ের জন্য দ্রুত রোগা হতে ব্যস্ত। বাবা সেফ আলি খানের হাতে নতুন ছবি শেফ। তৈমুর তাই আয়ার কোলে করেই এখানে ওখানে ঘুরছে। বারান্দার দোলনায় দোলও খাচ্ছে সে।

এর আগে তাকে দেখা গিয়েছিল দিদিমা ববিতার বাড়িতে।

করিনা বলেছেন, তিনি ও সেফ মাঝে মধ্যেই তর্ক করেন, তৈমুর কার মত দেখতে হয়েছে তা নিয়ে। সেফের দাবি, ছেলেকে দেখতে পতৌদিদের মত। আর তা উড়িয়ে দিয়ে করিনা বলেন, মোটেই না, এক্কেবারে কপূর পরিবারের চেহারা পেয়েছে তৈমুর। আর তার সমুদ্র নীল চোখদুটো তো এক্কেবারে তাঁর ঠাকুর্দা রাজ কপূর আর দিদি করিশমার থেকে বসানো, বলছেন গর্বিত মা।