দেখুন! পিকনিকে গিয়ে মা করিনার রোদ চশমা চোখে তৈমুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Dec 2017 11:26 AM (IST)
মুম্বই: গতকাল বড়দিন উপলক্ষ্যে পিকনিক করতে গিয়েছিল গোটা কপূর পরিবার। সদ্যপ্রয়াত শশী কপূরের বাড়িতে মধ্যাহ্নভোজে যোগ দেন সকলে। সবে ১ বছরে পা দেওয়া তৈমুরকে নিয়ে এসেছিলেন করিনা কপূর ও সেফ আলি খানও। পিকনিকের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, সকলের সঙ্গে বাইরে যেতে পেরে দারুণ আনন্দ পেয়েছে করিনার ছেলে। মায়ের কালো চশমা পরিয়ে দেওয়া হয়েছে তাকে, ছোট্ট মুখে বিশাল সাইজের চশমা পরে হাসি আর ধরছে না তৈমুরের মুখে। দেখুন ভিডিওটি [embed]https://www.instagram.com/p/BdIG05kH5Vi/?taken-by=therealkareenakapoor[/embed]