দুবাইয়ের হোটেলের ঘরে শ্রীদেবীর জীবনের শেষ আধঘণ্টায় কী হয়েছিল?
Web Desk, ABP Ananda | 26 Feb 2018 09:06 AM (IST)
নয়াদিল্লি: সংযুক্ত আরব আমিরশাহীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী। দুবাইয়ের একটি হোটেলের ঘরেই শেষ হয়ে গিয়েছে তাঁর জীবন। এই অভিনেত্রীর জীবনের শেষ ৩০ মিনিট কেমন ছিল? তিনি কী করছিলেন হোটেলের ঘরে? সংযুক্ত আরব আমিরশাহীর একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সে কথা জানা গিয়েছে। ওই সংবাদপত্রের খবর অনুযায়ী, বিয়েবাড়ির অনুষ্ঠান মিটে যাওয়ার পর শ্রীদেবীর স্বামী বনি কপূর মুম্বইয়ে ফিরে আসেন। শ্রীদেবী একাই দুবাইয়ে ছিলেন। মুম্বইয়ে ফেরার পর স্ত্রীকে চমকে দেওয়ার জন্য ফের দুবাইয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন বনি। সেই অনুযায়ী তিনি দুবাই পৌঁছে হোটেলে গিয়ে শ্রীদেবীকে বলেন, বাইরে খেতে যাবেন। কিছুক্ষণ গল্প করার পর তৈরি হওয়ার জন্য শৌচাগারে যান শ্রীদেবী। তিনি ১৫ মিনিট পরেও বাইরে না আসায় ডাকেন বনি। সাড়া না পেয়ে দরজা ভেঙে শৌচাগারে ঢুকে তিনি দেখতে পান, বাথটাবে পড়ে আছেন শ্রীদেবী। এরপর পুলিশে খবর দেন বনি।