কলকাতা: পায়ে পায়ে প্রায় শেষ হয়ে এল চলতি বছরটা। আর এক মাস আর কয়েকটা দিন পরেই আসছে নতুন বছর। আর সেই নতুন বছরেই নাকি সাত পাকে বাঁধা পড়বেন অভিনেত্রী তমন্না ভাটিয়া (Tamannaah Bhatia) আর অভিনেতা বিজয় বর্মা (Vijay Varma)। শোনা যাচ্ছে, ২০১৫ সালেই নাকি নতুন জীবন শুরু করবেন বলিউডের এই 'পাওয়ার কাপল'। নিজেদের সম্পর্ক নিয়ে কখনোই রাখঢাক করেননি তাঁরা। ইতিমধ্যেই নাকি শুরু হয়ে গিয়েছে বিয়ের প্রস্তুতি। অন্যদিকে শোনা যাচ্ছে, মুম্বই শহরে নাকি নতুন ঠিকানার খোঁজ করছেন বিজয় ও তমন্না। বিয়ের পরে সেখানেই নাকি থাকবেন তাঁরা। 


অনেকদিন আগে থেকেই তমন্না বিয়ে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। তিনি আগেই জানিয়েছিলেন আগামী বছর বিয়ে করতে পারেন তাঁরা। সেই সঙ্গে এও বলেছিলেন, তখনই সম্পর্কটাকে বিয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত তখন সেই মানুষটা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হবে। শোনা যাচ্ছে, এবার নাকি মুম্বই শহরে একটি বিলাসবহুল আবাসন খুঁজছেন তাঁরা। বিয়ের পরে তাঁরা থাকবেন সেখানেই। তবে বিয়ের দিন নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তমন্না ও বিজয় দুজনেই। 


এই বছরের জুন মাসে বিয়ে নিয়ে নিজের মতামত জানিয়েছিলেন অভিনেত্রী। তিনি জানান, বিয়ে তাঁর মতে 'বড় দায়িত্ব' এবং এই সম্পর্কে তখনই প্রবেশ করা উচিত যখন সেই মানুষটি নিজে পুরোপুরি নিশ্চিতভাবে তৈরি হয়। একটি সাক্ষাৎকারে অভিনেত্রী স্বীকার করে নিয়েছিলেন যে তিনি ১৮ বছর বয়সে কেরিয়ার শুরু করেছিলেন এবং ৩০ বছর পর্যন্ত বিয়ে করে দুই সন্তানের মা হওয়ার কথা ভেবেছিলেন তিনি। কিন্তু এখন ৩৩ বছর বয়সে দাঁড়িয়ে তাঁর জীবনের ধারা অন্য পথে বইছে। তিনি বলেন, 'যখন আমি ৩০ পূর্ণ করলাম, আমি বুঝলাম যে আমার সবে জন্ম হয়েছে, পূনর্জন্মের মতো, একদম সদ্যোজাতের মতো মনে হয়েছিল।'


তবে এখনও পর্যন্ত জানা যায়নি তমন্না আর বিজয়ের বিয়ে কোন সময়ে হবে। তবে মনে করা হচ্ছে, ২০২৫ সালেই সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা। সেই সঙ্গে থাকবেন নতুন আস্তানাতেও!


আরও পড়ুন: Hina Khan on Salman Khan: 'সলমনের সঙ্গে যখনই দেখা হয়..', ভাইজানের কোন ব্যবহারে মুগ্ধ হিনা?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।