নয়াদিল্লি: 'বাজিরাও মস্তানি', 'ফ্যান'-এর মতো ছবিকে প্রতিযোগিতায় পিছনে ফেলে দিয়েছে পরিচালক ভেট্রিমারানের তামিল ক্রাইম থ্রিলার 'বিসারনাই'। এবার আগামী বছর অস্কারে যাচ্ছে ধনুশ প্রযোজিত এই ছবি। সেরা বিদেশি ফিল্ম ক্যাটাগরিতে মনোনীত হয়েছে 'বিসারনাই'।

ইতিমধ্যেই তিন তিনখানা পুরস্কার 'বিসারনাই'-এর ঝুলিতে। এবছরই ন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে তিনটি পুরস্কার জিতেছেন তাঁরা। তামিলে সেরা ফিচার ফিল্ম, সেরা সহ অভিনেতা এবং সেরা এডিটিং। ফিল্ম ফেডারেশন ইন্ডিয়ার সিলেকশন কমিটির চেয়ারম্যান তথা পরিচালক কেতন মেহতা বলেন, বিষয়বস্তু, তাকে তুলে ধরার মুনশিয়ানা এবং প্রযুক্তিগত কৌশলের বিচারের নিরিখে অস্কারে পাঠানোর জন্য 'বিসারনাই'-কেই বেছে নিয়েছেন তাঁরা। প্রতিযোগিতার দৌড়ে ছিল অন্যান্য সুপারহিট ছবিও। যেমন- 'সইরত', 'বাজিরাও মস্তানি', 'সুলতান', 'ফ্যান', 'এয়ারলিফ্ট' এবং 'উড়তা পঞ্জাব'। এই দৌড়ে ছিল একটি বাংলা ছবিও। সবগুলিকে পিছনে ফেলে অস্কারের মনোনয়নে জায়গা করে নিয়েছে 'বিসারনাই'।

এম চন্দ্রকুমারের উপন্যাস 'লক আপ'-এর কাহিনী অবলম্বনে নির্মিত 'বিসারনাই'।ছবির মূল বিষয়বস্তু পুলিশি নৃশংসতা, দুর্নীতি, অবিচারের শিকার হয়ে নিরীহ মানুষের কী পরিণতি হয় প্রভৃতি। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দীনেশ রবি, আনন্দী, আদুকালাম মুরুগাদোস।

'বিসরনাই'-র সাফল্যের খবরে স্বভাবতই খুশি পরিচালক ভেট্রিমারান। তিনি বলেন, আমি খুবই খুশি। সবাইকে ধন্যবাদ। তামিল ভাষায় টুইট করেছেন ধনুশও। তিনি বলেন, গর্বের মুহূর্ত। তবে এবারই প্রথম নয়। এর আগে আটটি তামিল ছবি ভারতের হয়ে অস্কারে প্রতিনিধিত্ব করেছে।