নয়াদিল্লি: ফিল্ম ইন্ডাস্ট্রিতে ২৫ বছর কাটিয়ে ফেললেন তামিল সুপারস্টার সূর্য (Tamil superstar Suriya)। মঙ্গলবার ইন্ডাস্ট্রিতে ২৫ বছর ও প্রথম ছবি 'নেরুক্কু নের' (Nerrukku Ner) মুক্তির রজত জয়ন্তী উদযাপন করলেন তারকার সূর্য। এত বছর ধরে অনুরাগীদের অফুরান ভালবাসার জন্য ধন্যবাদও জানালেন তিনি। 


ইন্ডাস্ট্রিতে ২৫ বছর...


শোনা যায়, তামিল ইন্ডাস্ট্রির আজকের তারকা সূর্য, প্রথম মাসে বেতন পেয়েছিলেন মাত্র ৭৩৬ টাকা। এখন তিনি ইন্ডাস্ট্রির অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা। সরবানন শিবকুমার, ওরফে সূর্য জামাকাপড়ের ফ্যাক্টরিতে প্রথম কাজ শুরু করেন। শোনা যায় স্বজনপোষণের দায় এড়াতে সূর্য তাঁর বসকে বলেননি যে তিনি অভিনেতা শিবকুমারের পুত্র।


১৯৯৫ সালে পরিচালক বসন্ত তাঁকে একটি চরিত্র অফার করে। প্রথমে সেই অফার প্রত্যাখান করলেও পরে মণি রত্নমের কথায় তিনি ২২ বছর বয়সে ডেবিউ করেন 'নেরুক্কু নের'।


'নন্দা', 'কাখা কাখা', 'গজিনি', 'সিঙ্গম'-এর মতো অত্যন্ত জনপ্রিয় তামিল ছবিতে অভিনয় করেছেন সূর্য। এদিন ট্যুইট করে অভিনেতা লেখেন, 'সত্যিই খুব সুন্দর ও আশীর্বাদের মতো ২৫ বছর...! স্বপ্ন ও বিশ্বাস...! আপনাদের সূর্য।'


 






কমার্শিয়াল ছবি ছাড়াও, সমালোচকদের দ্বারা অত্যন্ত প্রশংসিত কিছু ছবিতেও তাঁকে দেখা গেছে যার মধ্যে ২০২০ সালের 'সুরারই পোটুরু', ২০২১ সালের 'জয় ভীম' অত্যন্ত উল্লেখযোগ্য। ২০২০ সালের ছবির জন্য সেরা অভিনেতার জাতীয় পুরস্কারও পান সূর্য।


 






আরও পড়ুন: 'Naach Baby': এক ফ্রেমে সানি-রেমো, মুক্তি পেল মিউজিক ভিডিও 'নাচ বেবি'


তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত দুটি ছবি 'বিক্রম' ও 'রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট'। আপাতত বালার ভনাজ্ঞন' ছবির জন্য শ্যুটিং সারছেন সূর্য। এবং রয়েছে ভেত্রিমারনের 'বাদি বাসল'। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর ২০০৬ সালে প্রেমিকা, অভিনেত্রী জ্যোতিকাকে বিয়ে করেন। তাঁদের দুই সন্তানও রয়েছে।