নতুন ফটোশ্যুটের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তানিশা মুখোপাধ্যায়
তবে অনুরাগীদের মধ্যে তানিশার জনপ্রিয়তার কোনও ভাঁটা পড়েনি। (Photo Credit: @tanishaamukerji Instagram)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতানিশা হিন্দি ছবিতে অভিনয় করেছেন। কিন্তু মা ও বোনের মতো সেভাবে সিনে দুনিয়ার সাফল্য পাননি। (Photo Credit: @tanishaamukerji Instagram)
ছবি দেখেই মনে হয় যে, তানিশা তাঁর ফিটনেস নিয়েও খুবই সচেতন। (Photo Credit: @tanishaamukerji Instagram)
এর আগেও সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি অনুরাগীদের নজর কেড়েছে। (Photo Credit: @tanishaamukerji Instagram)
তানিশা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। (Photo Credit: @tanishaamukerji Instagram)
উল্লেখ্য, তানিশা কাজলের ছোট বোন। (Photo Credit: @tanishaamukerji Instagram)
তানিশার এই ফটোশ্যুটের ছবি সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীদের নজর কেড়েছে। (Photo Credit: @tanishaamukerji Instagram)
সাহসী মেজাজের জন্য অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায় তাঁর অনুরাগীদের মধ্যে বেশ জনপ্রিয়। বিগ বস খ্যাত তানিশা ইনস্টাগ্রামে তাঁর ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন। (Photo Credit: @tanishaamukerji Instagram)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -