নয়াদিল্লি: সম্প্রতি 'ঝলক দিখলা যা' টেলিভিশন শো'তে তাঁর নাচ মাতিয়ে তুলেছে সারা দেশ। আর এই শোয়ের জন্যেই সমস্ত স্পটলাইট যেন তাঁরই উপর। নৃত্যকুশলতা ছাড়াও 'নীল অ্যান্ড নিকি', 'সরকার', 'অন্তর', 'ওয়ান টু থ্রি' ইত্যাদি ছবির জন্যেও তনিশা (Tanishaa Mukherji) সমানভাবে জনপ্রিয়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এসে উদয় চোপড়ার সঙ্গে তাঁর বিচ্ছেদের কাহিনি তুলে ধরেন, ২ বছরের সম্পর্কে কেনই বা ইতি টেনেছিলেন তনিশা ?


সাক্ষাৎকারে কথা প্রসঙ্গে অতীত দিনের কথা উঠে আসে তনিশার (Tanishaa Mukherji) কথায়। বেশ কিছুদিন আগে অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। কিন্তু দু'বছর পরেই সেই সম্পর্ক ভেঙে যায়। বিচ্ছেদের দিনগুলির কথা মনে করে তনিশা জানান, 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে'র (Dilwale Dulhania Le Jayenge) সময় থেকেই উদয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় আমার। সে ১০-১৫ বছর আগের কথা। আমরা সে সময় খুব ভাল বন্ধু ছিলাম। তারপর ধীরে ধীরে আমাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। আর এই ছবির সময় থেকেই আমরা পরস্পরের কাছাকাছি আসি। আর তারপরেই প্রেমে পড়ি। এ একেবারে স্বাভাবিক ছিল আমাদের কাছে।'


ভালবাসা থাকলেও বিচ্ছেদ কেন হয় তবে? তনিশা জানান, 'আসলে আমরা বুঝতে পারছিলাম, ব্যাপারটা আমাদের মধ্যে আর সেভাবে কাজ করছে না। এটা যদিও খুবই স্বাভাবিক আর আমার মনে হয় এ নিয়ে মানুষ অনেক বাড়িয়ে বলে। আমরা বুঝতে পেরেছিলাম যে বিষয়টা কাজ করছে না, তারপরেও আমরা দুজন পরস্পরের খুব ভাল বন্ধু ছিলাম।' বিচ্ছেদ আবেগের দিক থেকে মেনে নেওয়া বা সামাল দেওয়া খুবই কঠিন ছিল।


'নীল অ্যান্ড নিকি' (Nil and Nikki) ছবিতে উদয় চোপড়া এবং তনিশা মুখার্জীকে একফ্রেমে দেখা গিয়েছিল। প্রচুর অন্তরঙ্গ দৃশ্য ছিল সেই ছবিতে। সে ব্যাপারে বলতে গিয়ে তনিশা জানান, উদয় এবং তিনি যেহেতু পরস্পরের খুবই পরিচিত ছিলেন, ঘনিষ্ঠ ছিলেন তাই ঐ দৃশ্যগুলিতে অভিনয় করতে তাদের খুব একটা অসুবিধে হয়নি। আর শ্যুটিংয়ের সময় থেকেই তাঁরা ডেট করছিলেন পরস্পরকে। ফলে অনস্ক্রিন চুম্বনের দৃশ্যে কোনও সমস্যা হয়নি তাঁদের।


'নীল অ্যান্ড নিকি' ছবিটি নাকি তনিশার (Tanishaa Mukherji) দিদি কাজল এখনও দেখেননি। তবে তিনি এও জানান যে আজকের দিনে দাঁড়িয়ে যদি এই ছবিতে তাঁকে অভিনয় করতে বলা হত, তিনি হয়ত একটু অন্যভাবে চরিত্রটা ফুটিয়ে তোলার চেষ্টা করতেন।  


আরও পড়ুন: Ira Khan Marriage: উদয়পুরে সাত পাকে বাঁধা পড়বেন ইরা-নূপুর.. সপরিবারে রওনা হলেন আমির