ওজন ঝরিয়ে জিরো ফিগার, কাজলের বোন তনিশার এই রূপ নজর কাড়ল সোশ্যাল মিডিয়ায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 May 2018 05:04 PM (IST)
1
তনিশা বলিউড অভিনেত্রী তনুজার মেয়ে এবং কাজলের ছোট বোন।
2
বিগ বস-এর ঘরে তনিশা ও সহ প্রতিযোগী আরমান কোহলির মধ্যে ঘনিষ্ঠতা চোখে পড়েছিল।
3
তনিশার এই ফিটনেস দেখে অনেকেই অনুপ্রাণিত। তাঁরাও বুঝেছেন, অতিরিক্ত ওজন ঝরিয়ে ছিপছিপে শরীর তৈরি করা প্রয়োজন।
4
এভাবে ওজন ঝরানোর রহস্য আর কিছুই নয়, তনিশার কঠোর পরিশ্রম। জিমে এজন্য প্রচুর ঘাম ঝরিয়েছেন তিনি।
5
তাঁর এই ছবি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তৈরি করেছে। এই ছবি তনিশা তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন।
6
তনিশা সম্প্রতি তাঁর স্লিম বডি ফটোশ্যুট করিয়েছেন। এই ছবিতে তিনি দারুণ আকর্ষণীয়।
7
তনিশা এখন অন্যদের কাছেও ওজন কমানোর অনুপ্রেরণা হয়ে উঠেছেন।
8
টিভি রিয়েলিটি শো বিগ বস ৭-এর প্রথম রানার আপ অভিনেত্রী তনিশা মুখোপাধ্যায় দ্রুত তাঁর ওজন কমিয়েছেন। তাঁর এখানকার ছবি দেখলে অবাক হয়ে যেতে হয়।