তনুশ্রী-নানা পাটেকর বিতর্ক: ঘটনা সম্পর্কে শক্তি কপূরের মন্তব্য..'আমি তখন ছোট ছিলাম, কিছুই জানি না'

Continues below advertisement
নয়াদিল্লি:  তনুশ্রী দত্ত-নানা পাটেকর বিতর্ক থেমেও থামছে না। বলিউডের বিভিন্ন ব্যক্তিত্ব বিষয়টি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ কোনও রকম মন্তব্য করা থেকে নিজেদের বিরত রেখেছেন, কেউ আবার তনুশ্রীর সমর্থনে সওয়াল করেছেন। ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল রুপোলি পর্দার একসময়ের বিখ্যাত ভিলেন শক্তি কপূরের কাছে। এমন স্পর্শকাতর বিষয় তাঁর মন্তব্য, দশ বছর আগের ঘটনা। তারপরই তিনি কটাক্ষের হাসি হেসে বলেন, 'আমি তখন ছোট ছিলাম'। আপাতত এই ঘটনায় তনুশ্রীকে আইনি নোটিস পাঠিয়েছেন নানার আইনজীবী। যৌন হেনস্থার অভিযোগ আনায় অভিনেত্রীকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেছেন নানা পাটেকরের আইনজীবী।
Continues below advertisement
Sponsored Links by Taboola