৭৩ পার করল ডলারের তুলনায় টাকার দাম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Oct 2018 11:29 AM (IST)
নয়াদিল্লি: ডলারের তুলনায় টাকার দামে রেকর্ড পতন। এই প্রথম ৭৩ পার করে গেল টাকার দাম। আজ দিনের শুরুতে প্রতি ডলারের দাম পৌঁছয় ৭৩.৩৪ টাকায়। বিশ্ববাজারে তেলের দামবৃদ্ধির কারণে আমদানিকারীদের মধ্যে আমেরিকার মুদ্রার চাহিদা ও পুঁজির বহির্গমনের কারণে টাকার দাম এতটা পড়ল। দিনের শুরুতে ডলারের দাম ছিল ৭৩.২৬ টাকা। পরে টাকার দাম আরও পড়ে। গত সোমবার দিনের শেষে টাকার দাম ছিল ৭২.৯১ টাকা। অন্যদিকে, শেয়ার বাজারে দিনের শুরুতে সূচক নিম্নমুখী। বিএসই বেঞ্চমার্ক সেনসেক্স ১৩৭.৬২ পয়েন্ট কমে হয়েছে ৩৬,৩৮৮.৫২। নিফটি ৫৪ পয়েন্ট কমে হয়েছে ১০,৯৫৪।