কলকাতা: টলিউডে ফের করোনা হানা (Coronavirus)। যখন ধীরে ধীরে বিভিন্ন অভিনেতা-পরিচালক করোনা থেকে সেরে উঠছেন, কাজে ফিরছেন, তখন করোনা আক্রান্ত হয়ে ঘরবন্দি (Home Isolation) হলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী (Tanusree)।
মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রী অসুস্থার কথা জানান। তিনি লেখেন, 'সমস্ত সাবধানতা অবলম্বন করা সত্ত্বেও আমি কোভিড পজিটিভ হয়েছি এবং সঙ্গে সঙ্গে আমি নিজেকে আইসোলেট করেছি।'
তিনি আরও লেখেন, 'তিন দিন আগেই করোনা পরীক্ষা করাই। তখন রিপোর্ট নেগেটিভ আসে আমার। তারপরে আমি বাড়ি থেকে কোথাও বেরোইনি। এবং গত পরশু থেকে হঠাৎ জ্বর দিয়ে শরীর খারাপ শুরু হল। যদিও আমি এখন ভালই আছি, আপনাদের আশীর্বাদ চাইছি।'
এরই মধ্যে করোনার তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হয়েছেন একাধিক টলি তারকা। পরমব্রত চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, বনি সেনগুপ্ত, কৌশানি প্রমুখ একাধিক তারকা। যদিও এঁদের অধিকাংশই এখন সুস্থ। ফিরেছেন কাজেও। তবে আপাতত গৃহবন্দি অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী।
আরও পড়ুন: Laal Singh Chaddha: করোনা পরিস্থিতিতে কি ফের পিছিয়ে যাবে 'লাল সিং চাড্ডা'র মুক্তি?
অন্যদিকে তনুশ্রীকে আগামী ছবি 'আবার বছর কুড়ি পরে'-তে দেখা যাবে। সেখানে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, অর্পিতা চট্টোপাধ্যায়। সম্প্রতি তনুশ্রীকে দেবের 'টনিক' ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যায়।
কিছুদিন আগেই করোনা (Corona) মুক্ত হয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। গত শনিবার দুই তারকা নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন সেই সুখবর। তাঁদের মতে 'নেগেটিভ' (Negative) হওয়াই এখন সবচেয়ে 'পজিটিভ' (Positive) খবর।
করোনামুক্ত হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী জানান, কাজে যোগ দিচ্ছেন তিনি। সুস্থ হয়ে উঠেছেন ঋতাভরী চক্রবর্তীর দিদি চিত্রাঙ্গদা ও মা শতরূপা সান্যাল। করোনামুক্ত হয়েছেন দেবও। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে দেব জানিয়েছিলেন, তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।