কলকাতা: থামল সুর-সফর। প্রয়াত 'মহীনের ঘোড়াগুলি'-ব্যান্ডের অন্যতম সঙ্গীতশিল্পী তাপস দাস ওরফে তাপস বাপী। ক্যানসারে আক্রান্ত ছিলেন শিল্পী। অসুস্থ ছিলেন দীর্ঘদিন। অসুস্থতা নিয়েই একাধিক স্টেজ-শো ও করেছিলেন তিনি। আজ সকালে প্রিয় শিল্পীর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই মনখারাপ বিনোদন দুনিয়ার। মেঘলা দিন যেন আরও কিছুটা ঢাকল মনখারাপের মেঘে।


দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন শিল্পী। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন শিল্পী। চিকিৎসার খরচ যোগাতে হিমসিম খেতে হচ্ছিল তাঁর পরিবারকে। শিল্পীর চিকিৎসার জন্য এপার ও ওপার বাংলায় তহবিল সংগ্রহের কাজ শুরু হয়েছিল। রাজ্য সরকারের সাহায্যে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চলছিল কেমোথেরাপিও। রূপম ইসলামের পোস্ট থেকেই সরকার তৎপর হয়ে সাহায্য করেছিলেন সকলের প্রিয় 'বাপিদা'-কে। 


সব চেষ্টার আজ শেষ। অনুরাগীদের অর্থ জোগাড়ের চেষ্টা, চিকিৎসকদের চিকিৎসা, প্রার্থনা... সব ছাড়িয়ে তাপস দাস এখন অনেক অনেক দূরে। সোশ্যাল মিডিয়ায় অনেকে যেমন শেয়ার করে নিয়েছেন মনখারাপি লেখা, অনেকে পোস্ট করেছেন যত্নে রাখা তাঁর সইয়ের ছবি। সোশ্যাল মিডিয়ায় আজ রূপম ইসলাম শেয়ার করে নিয়েছেন প্রবীণ সঙ্গীতশিল্পীর সঙ্গে কথোপকথনের কিছু মুহূর্ত। লিখেছেন, 'এরকম কত বাঙ্ময় মুহূর্তই রয়ে গেল শুধু… সচল হয়েই থেকে গেল গানজীবনের অনন্ত পথ চলা… থেমে গেল বললে ভুল হবে, মারাত্মক ভুল… বাপীদা— সশরীরে তুমি আর নেই— কিন্তু সর্বত্র এভাবেই তুমি থাকবে। লাল সেলাম। বিপ্লব দীর্ঘজীবী হোক।'



ক্যানসারের সঙ্গে লড়াইটা নেহাত সহজ ছিল না শিল্পীর। রাইস টিউব নাকে লাগিয়েও তিনি স্টেজ শো করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। অনুরাগীরা সেই ভিডিও দেখে ভেসেছেন আবেগে, চোখে এসেছে জল। সেই অবস্থাতেই বাপিদার গলায় 'ভালোবাসি জোৎস্না'-য় গান যেন চিরকালীন হয়ে থাকবে। 'মহীনের ঘোড়াগুলি'-র প্রথম গান 'ভেসে আসে কলকাতা' লিখেছিলেন তিনি। 


সোশ্যাল মিডিয়ায় আজ ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভারতের প্রথম বাংলা রক ব্যান্ডের শিল্পীর প্রয়াণে তিনি শিল্পীর পরিবারের পাশে থাকার বার্তাও দিয়েছেন।


 






 


আরও পড়ুন: Overeating Habit: অসময়ে বেশি খাবার খেয়ে ফেলার প্রবণতা রয়েছে? এই সমস্যা দূর করতে কী কী করবেন


আরও পড়ুন: Personality Facts: মানুষ হিসেবে আপনি কেমন? বসার ভঙ্গিই বলে দেবে সেই উত্তর!


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial