কোনও ছুটি নেই, ১৮০ দিন ধরে টানা শ্যুট করলেন তাপসী পান্নু
ABP Ananda, Web Desk | 17 Dec 2016 02:52 PM (IST)
মুম্বই: ‘পিঙ্ক’-এর সাফল্য ধরে রাখার চেষ্টায় ত্রুটি রাখছেন না তাপসী পান্নু। নীরজ পান্ডের ছবির জন্য ১৮০ দিন ধরে টানা শ্যুট করলেন তিনি। তাপসী জানিয়েছেন, সবথেকে ব্যস্ত থাকার সময়েই সবথেকে আনন্দে থাকেন তিনি। তাই ১৮০দিন খুব বেশি বলে তাঁর মনে হয়নি। দীর্ঘদিন ধরে তিনি ভাল ছবি পাওয়ার জন্য অপেক্ষা করেছেন, অবশেষে সেই প্রতীক্ষা সার্থক হওয়ায় তিনি খুশি। তাপসী বলেছেন, কোনও কিছুকে সেরা হিসেবে তৈরি করতে কতটা পরিশ্রম লাগে, তিনি জানেন। তাই যখন তিনি জানতে পেরেছিলেন, ১৮০দিনের শ্যুটিংয়ে কোনও ব্রেক পাবেন না তিনি, একটুও চিন্তা হয়নি তাঁর। রোজ শুধু সকালে উঠে বলেছেন, ৮০দিনই হোক বা ১৮০ দিন, নিজের ১০০ শতাংশ দিতে হবে। ২০১৭ জুড়ে খুব ব্যস্ত থাকবেন তাপসী। নীরজ পান্ডের ছবি ছাড়াও তাঁর হাতে রয়েছে সাকিব সালিমের ছবি। রয়েছে একটি তেলুগু ছবিও। এরপর ‘জুড়ুয়া টু’-র শ্যুটিং, রাজকুমার রাওয়ের সঙ্গে আর একটি ছবি। এত ব্যস্ততার মধ্যে তাপসীর আর সময় কোথায়!