Smartphones Under Rs 10000: আপনার বাজেট ৬ থেকে ৮ হাজার টাকা। কিনতে চাইছেন নতুন স্মার্টফোন (Budget Smartphone)। চিন্তা নেই আপনার জন্য অ্যামাজনে (Amazon India) রয়েছে দারুণ অফার। তিনটি ফোন আপনি এই দামের রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন।  


পোকো সি৬৫ 


ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে ৬৭৯৯ টাকায়। এই ফোনে ৬.৭৪ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে যেখানে এইচডি প্লাস রেজোলিউশন সাপোর্ট রয়েছে। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর রয়েছে। একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর রয়েছে পোকো সি৬৫ ফোনে। এর সঙ্গে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের সাহায্যে পরিচালিত হবে এই ফোন। 


টেকনো স্পার্ক গো ২০২৪ 


অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে ৬৮৯৯ টাকায়। এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির এলসিডি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনেও। সেখানে ১৩ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। আর ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও টেকনো সংস্থার এই ফোনে একটি Unisoc T606 চিপসেট রয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে ৩ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ। টেকনো স্পার্ক গো ২০২৪ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের সাহায্যে পরিচালিত হবে এই ফোন। 


রিয়েলমি নারজো এন৬১ 


রিয়েলমির এই ফোন একটি ৪জি মডেল। অ্যামাজনে এর দাম ৮৪৯৯ টাকা। কিন্তু তার সঙ্গে রয়েছে ৫০০ টাকার কুপন ডিসকাউন্ট। এর ফলে ফোনের দাম ৮০০০ টাকা কম হয়ে যাবে। এই ফোনে ৬.৭৪ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ডিসপ্লেতে এইচডি প্লাস রেজোলিউশন পাবেন ইউজাররা। এই ফোনে ৩২ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। আর ফোনের স্ক্রিনের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। রিয়েলমির এই ৪জি ফোনে একটি Unisoc T612 চিপসেট রয়েছে। এর সঙ্গে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের সাহায্যে পরিচালিত হয় রিয়েলমি নারজো এন৬১ ৪জি ফোন। 


আরও পড়ুন- কবে লঞ্চ হবে আইফোন ১৬ সিরিজ? দিনক্ষণ সম্পর্কে কী আভাস পাওয়া গিয়েছে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।