কলকাতা: জ্বলছে বাংলাদেশ। অশান্ত বাংলাদেশে নৈরাজ্য চলছে, বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। পুড়িয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি। সোশ্যাল মিডিয়ায়, বহু সংবেদনশীল মানুষের মতোই এ নিয়ে সরব হয়েছেন লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)। তবে এবার, সম্পূর্ণ ভিন্ন বিষয়ে একটি পোস্ট করেছেন তিনি। তাঁর পোস্টের বিষয় 'হইচই' (Hoichoi)-এর সদ্য মুক্তি পাওয়া একটি ওয়েব সিরিজ। 'কার্মা কোর্মা'। সদ্য এই ওয়েব সিরিজ দেখে কী অভিজ্ঞতা তসলিমা নাসরিনের? সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেন সেই কথাই। 

Continues below advertisement

সোশ্যাল মিডিয়ায় তসলিমা নাসরিন লিখেছেন, 'হইচই' নিয়েছিলাম অপর্ণা সেন আর অঞ্জন দত্তের 'এই রাত তোমার আমার' দেখার জন্য। দেখার পর 'হইচই'-কে বিদেয় করা হয়নি। নীরবে পড়ে ছিল। অনেকদিন পর আবার 'হইচই' ব্যবহৃত হল 'পুতুলনাচের ইতিকথা' দেখার জন্য। 'ইতিকথা' শেষ করার পর দেখি ঋত্বিক চক্রবর্তী উঁকি দিচ্ছেন। বাংলা সিরিজ থেকে উঁকি। বাংলা সিরিজ দেখার অভিজ্ঞতা আমার নেই। ঋত্বিক চক্রবর্তী আমার প্রিয় অভিনেতা বলে সিরিজটি দেখে ফেললাম। সিরিজের নাম 'কার্মা কোর্মা।' প্রথম পর্ব দেখে আমি তো ভীষণই বিরক্ত। এত আজগুবি গল্পে কী করে ঋত্বিক অভিনয় করতে রাজি হলেন! বাঙালিরাই বা এত নিম্নমানের সিনেমা সিরিজ কবে থেকে বানাচ্ছেন! এক এক করে কোর্মা, বিরিয়ানি, রেজালা, নিহারি, ইত্যাদি আমাদের খাওয়ালেন পরিচালক প্রতিম ডি গুপ্ত। অখাদ্য অখাদ্য অখাদ্য। কোনওটাই মুখে নেওয়া গেল না। তেলের সঙ্গে মশলা মেশেনি, চাল ফোটেনি, মাংস সেদ্ধ হয়নি। সবই কাঁচা কাঁচা কাঁচা। এত কাঁচা হাতে সিনেমা বা সিরিজ বানানো শুরু করাই তো উচিত নয়। বাংলা সংস্কৃতিকে সুস্বাদু করতে হলে পাকা হাতে রান্না করুন।'

প্রসঙ্গত, 'কার্মা কোর্মা' ওয়েব সিরিজের মুখ্যভূমিকায় রয়েছেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) ও সোহিনী সরকার (Sohini Sarkar)। নায়কের ভূমিকায় ঋত্বিক চক্রবর্তী (Ritwick chakraborty)। সিরিজটি পরিচালনা করেছেন প্রতিম ডি গুপ্ত। গোটা সিনেমাটাই ২টি নারী চরিত্রকে কেন্দ্র করে। এই প্রথম একই ওয়েব সিরিজে একসঙ্গে কাজ করেছেন ঋতাভরী আর সোহিনী। প্রতিবাদ আর প্রতিশোধের একটি অন্যরকম গল্প শুনিয়েছে এই সিরিজ যা মোটেই মনে ধরেনি তসলিমার। লেখিকার এই কথায় অনেকেই সমর্থন জানিয়েছেন। অনেকে আবার নিজেদের পছন্দের ওয়েব সিরিজ বা সিনেমা লেখিকাকে দেখার জন্য বলেছেন।     

Continues below advertisement