কলকাতা: মন্ডপে বেঁধে রাখা হয়েছে জ্যান্ত উট.. সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ করে পোস্ট অভিনেতা তথাগত মুখোপাধ্যায়ের (Tathagata Mukherjee)। অভিযোগ জানালেন অভিনেত্রী বিধায়ক রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)-র কাছে। অভিযোগ, তাঁর এলাকাতেই ঘটেছে এই ঘটনা, যার এখনও পর্যন্ত কোনও নিস্পত্তি হয়নি।


ঠিক কী ঘটেছে? তথাগত লিখছেন, 'বৈদ্যবাটির এলাকায় একটি মন্ডপের থিম হরপ্পা মহেঞ্জোদরো করা হয়েছে। আর সেখানেই হরপ্পা মহেঞ্জোদরোর নির্দশন হিসেবে মন্ডপের বাইরে বেঁধে রাখা হয়েছে একটি উটকে। পুলিশ পারমিশন নিয়েই নাকি উটটিতে মণ্ডপে বেঁধে রাখা হয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে একটি পশুপ্রেমী সংস্থা। তাঁদের আপত্তিতে উটটিতে সাময়িকভাবে মণ্ডপ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। তবে পরের দিনই ফের সেই উটটিকে এনে বেঁধে রেখে দেওয়া হয়েছে। খবরটি ছড়িয়ে পড়ে তথাগত পোস্ট করাতেই। 


তথাগত বর্তমানে কলকাতায় নেই। তবে এই খবর পৌঁছেছে তাঁর কানেও। গোটা ঘটনার কথা জানতে পেরে তিনি উটটিতে উদ্ধার করার জন্য রচনা বন্দোপাধ্যায়কে হোয়াটসঅ্যাপে মেসেজও করেছিলেন। তবে তথাগতর অভিযোগ, রচনা বন্দ্যোপাধ্যায় নাকি সেই বার্তার কোনও উত্তর দেননি। বার্তাটি দেখেননি। সেই কারণেই সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছেন তথাগত। তাঁর অভিযোগ, রচনা বন্দ্যোপাধ্যায় হোয়াটসঅ্যাপে না দেখলেও, ফেসবুকের লম্বা মেসেজ তাঁর চোখ এড়াবে না বলেই তথাগতর বিশ্বাস। 


এই ঘটনায় অভিনেতা বিঁধেছেন রাজ্যের শিক্ষাব্যবস্থাকেও। তাঁর মতে, রাজ্যে শিক্ষার অবনতির ফলেই শহরতলির দিকে এই ধরনের ঘচনা ঘটে। মণ্ডপের থিম নয়, মানুষের শিক্ষা এখনও পড়ে রয়েছে হরপ্পা মহেঞ্জোদরোর যুগে, সেই কারণেই পশুদের সঙ্গে এমন ব্যবহার করা হচ্ছে। পশুপ্রেমী বলে তথাগতর পরিচয় রয়েছে। তিনি পথকুকুরদের নিয়ে একাধিক কাজের সঙ্গে যুক্ত। অন্যান্য প্রাণীদের নিয়েও কাজ করেন তথাগত। তবে এই ঘটনায় তিনি কেবল বর্তমান পরিস্থিতি নন বিঁধেছেন রচনা বন্দ্যোপাধ্যায়কেও যাঁকে বিষয়টা জানানো সত্ত্বেও কোনও ফল হয়নি বলে অভিযোগ। তথাগত জানিয়েছেন তিনি কলকাতায় নেই। আর সেই কারণেই তিনি সশরীরে উটটিতে উদ্ধার করতে যেতে পারছেন না। সেই কারণেই এই আর্জি তিনি জানিয়েছেন রচনা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে।


 



আরও পড়ুন: Mimi Chakraborty: লুচি আর রসগোল্লার রস! পুজোয় ডায়েট ভুলে ভুরিভোজ মিমির


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।