কলকাতা: ঘোষণা করা হল অভিনেতা-পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের (Tathagata Mukherjee আগামী ছবি 'ভটভটি'র (Bhotbhoti) মুক্তির তারিখ (Release Date)। রূপকথার গল্পের মাধ্যমে প্রেমের কাহিনি বলবে এই ছবি। কবে মুক্তি পাচ্ছে এই ছবি?


'ভটভটি'র মুক্তির তারিখ


চলতি বছরের ১১ অগাস্ট মুক্তি পাচ্ছে তথাগত মুখোপাধ্য়ায় পরিচালিত 'ভটভটি'। ছবির অন্য রকমের পোস্টার নজর কেড়েছিল আগেই। 


একটি ভালবাসা ও ঘৃণার গল্প বলবে এই ছবি। একইসঙ্গে এই ছবি সারল্য ও প্রতিশোধের গল্প, সন্ত্রাস ও রূপকথার গল্প শোনাবে এই ছবি। রূপকথার হাত ধরে, ধ্বংস ঘটে যায় কিন্তু পরে আবার প্রেম সব উত্তেজনা ও হিংস্রতার মধ্যে যুদ্ধে জয়ী হয়। 


'ভটভটি' ছবিতে এক বস্তির গরিব ঘরের ছেলে তাঁর ছোট্ট, সাধারণ পৃথিবীতে দেখা পাবে তাঁর স্বপ্নের মৎসকন্যার। কিন্তু তাঁর নীরিহ হওয়ার সুযোগ নেয় সন্ত্রাসের ছদ্মবেশে 'এরিয়াল'। সে তাঁর নিজের জীবন ও পরিবারের ধ্বংসের প্রতিশোধ নিতে চাইবে। কিন্তু শেষ পর্যন্ত সে বুঝবে নিজের দর, যদিও ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে।


ছবির কলাকুশলী...


ছবিতে অভিনয় করতে দেখা যাবে ঋষভ বসু, বিবৃতি চট্টোপাধ্যায়, দেবলীনা দত্ত, তথাগত মুখোপাধ্যায়, মমতা শঙ্কর, দীপঙ্কর দে, অনির্বাণ চক্রবর্তী এবং প্রয়াত অভিনেতা মনু মুখোপাধ্যায়কে। প্রসঙ্গত 'ভটভটি'ই মনু মুখোপাধ্যায় অভিনীত শেষ ছবি।


 






আরও পড়ুন: 'Encrypted' First Teaser: বোনের মৃত্যুরহস্য ভেদ করবেন পায়েল, প্রকাশ্যে 'এনক্রিপ্টেড'-এর প্রথম টিজার লুক


অনিমেষ গঙ্গোপাধ্যায়, প্রতীক চক্রবর্তী ও সৌম্য় সরকারের মিলিত প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি। 'সোয়েটার', 'আবার বছর কুড়ি পরে' মুক্তির পর এটি তাঁদের তৃতীয় প্রযোজনা।