কলকাতা: মাসখানেক আগেই নতুন ছবির কথা ঘোষণা করেন অভিনেতা ও পরিচালক তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)। নতুন ছবির নাম 'গোপনে মদ ছাড়ান' (Gopone Mod Chharan)। এবার প্রকাশ্যে এল ছবির চরিত্রদের লুক (Character Look)। 


চরিত্রদের লুক


আগামী ছবি 'গোপনে মদ ছাড়ান' নিয়ে তৈরি তথাগত মুখোপাধ্য়ায়। অভিনব ঘোষ প্রযোজিত ছবিটি বাংলার প্রথম সিঙ্গল-শট সিনেমা। ছবিতে দেখা যাবে সোগম মজুমদার, সৌম্য মুখোপাধ্যায়, ঋষভ বসু ও সম্রাট মুখোপাধ্যায়কে। এবার তাঁদের প্রথম লুক প্রকাশ করা হল। 


লুক টেস্ট শেষ। এবার জুন মাসে শ্যুটিং শুরু হতে চলেছে ছবির। বাংলা সিনে দুনিয়ায় এই ছবির হাত ধরেই ডেবিউ করতে চলেছেন রুকমা রায় ও মেঘা চৌধুরী।








এক ঝলকে গল্পের ধারা


ছবির গল্পটি শুরু হবে তিন বন্ধুকে দিয়ে। যাঁরা মাঝরাতে মদের খোঁজে বেরোয়। কিন্তু হঠাৎই এক নাটকীয় ঘটনা ঘটে। এই সিনেমায় ক্যামেরা থেমে না গিয়ে জীবনের প্রবাহকে ধরার করার চেষ্টা করে এবং এই সময়ে এমন অনেক চরিত্র আসে যারা একে অপরকে ভীষণভাবে প্রভাবিত করে।


গত ৪ মে, নিজের সোশ্যাল মিডিয়ায় ছবির প্রথম পোস্টার শেয়ার করেন তথাগত মুখোপাধ্যায়। ক্যাপশনে লেখেন, 'সিনেমার ভাষায় নতুন অভিঘাত তৈরীর উদ্দেশ্যে আমদের সিনেমা "গোপনে মদ ছাড়ান"। বাংলা ভাষায় প্রথম সিঙ্গেল শট সিনেমার অভিজ্ঞতা হতে চলেছে " গোপনে মদ ছাড়ান"।এগারো জন দক্ষ অভিনেতা আর তাদের আলাদা আলাদা গল্পের জটিল গতিতে এই অসংবেদনশীল সময়ের এক রোলার কোস্টার রাইড "গোপনে মদ ছাড়ান"। যেখানে নিছক ক্যামেরাও অভিনেতাদের মতই এক চরিত্র হয়ে উঠেছে।' (অপরিবর্তিত)


 






আরও পড়ুন: Dolon Roy: ধারাবাহিকে শ্যুটিং শেষে হিটস্ট্রোক, হাসপাতালে ভর্তি দোলন রায়