কলকাতা: প্রচণ্ড গরমে টানা কাজ। সামান্য যাতায়াত করলেই হাঁসফাস, তার ওপরে ভারি মেকআপ নিয়ে লাইটস-ক্যামেরা অ্যাকশান। কাজ করতে করতেই হিটস্ট্রোক আর তারপরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হল অভিনেত্রী দোলন রায়কে (Dolon Roy)। ইদানিং ধারাবাহিকের কাজ কমিয়ে দিয়েছিলেন তিনি। তবে সম্প্রতি ধারাবাহিক 'টুম্পা অটোওয়ালি' -তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। 


নিজের সোশ্য়াল মিডিয়ায় আজ অভিনেত্রী লেখেন, 'কাল টুম্পা অটোওয়ালির আউটডোর শ্যুটিং থেকে ফিরে হিটস্ট্রোক। এখন নার্সিং হোমে। আশা করছি সবার শুভেচ্ছায় তাড়াতাড়ি কাজে ফিরব। এরপর সোশ্যাল মিডিয়ায় নিজের ছবিও শেয়ার করে নেন তিনি। সেখানে দেখা গিয়েছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তিনি। 


প্রচণ্ড গরম, আদ্রতা, সব মিলিয়ে বেশ অস্বস্তিকর পরিস্থিতি পশ্চিমবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও এখনও প্রবল গরম দক্ষিণবঙ্গে। এই পরিস্থিতিতেই সম্প্রতি কলকাতায় শো-করতে এসে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বিখ্যাত গায়ক কেকে। তাঁর মৃত্যু নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট জলঘোলা হয়েছে। আজ সেই গরমেই কারণেই অসুস্থ হয়ে পড়েছেন দোলন। 


আরও পড়ুন: Rupankar: 'কে কে-কে নিয়ে বক্তব্যকে সমর্থন নয়', ক্রেতাদের ভাবাবেগ মাথায় রেখে রূপঙ্করের গাওয়া জিঙ্গল নিয়ে 'ব্যবস্থা নেবে' কেক প্রস্তুতকারক সংস্থা


আজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে দেখা গেল দোলনের হাতে স্যালাইনের চ্যানেল, পরনে হাসপাতালের নীল পোশাক। হাসপাতালের বিছানায় শুয়ে আছেন অভিনেত্রী। নেটমাধ্যমের পাতায় সে ছবি দেখে অনেকে প্রথমে ভেবেছিলেন, অভিনেত্রীর নতুন কোনও ধারাবাহিক বা সিনেমার দৃশ্য সেটি। তার পর বোঝা যায় তিনি সত্যিই অসুস্থ।


২০২০ সালের ১৮ জানুয়ারি বিবাহবন্ধনে (Marriage Anniversary) আবদ্ধ হয়েছেন অভিনেতা দীপঙ্কর দে (Dipankar Dey) ও অভিনেত্রী দোলন রায়। একেবারে নতুন বর-কনের মতোই সেজে আইনি বিয়ে সেরেছিলেন তাঁরা। দোলনের পরণে ছিল লাল বেনারসি ও সোনার গয়না। অন্যদিকে গরদের পাজামা-পাঞ্জাবিতে সেজেছিলেন দীপঙ্কর। অভিনেতা অভিনেত্রীর আইনি বিয়েতে উপস্থিত ছিলেন টলিউডের বেশ কিছু চেনা মুখেরা।