কলকাতা: স্কুলজীবন থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত, প্রত্যেকটা মানুষই জীবনে অনেক কিছু শিখিয়ে যান। আর শিক্ষক দিবস (Teachers Day)। আর তাই, অভিনেত্রী স্বাগতা মুখোপাধ্যায় (Swagata Mukherjee)-র বাড়িতে হাজির হয়েছিলেন ছোটপর্দার একঝাঁক তরুণ তরুণী। তাঁরা প্রত্যেকেই ছোটপর্দার পরিচিত মুখ। সবার উপস্থিতিতে সম্মান জানানো হল স্বাগতা মুখোপাধ্যায়কে। 


নাটকের মঞ্চ থেকে শুরু করে ছোটপর্দা, সব জায়গাতেই নিজের স্বাক্ষর রেখেছেন স্বাগতা। ইন্ডাস্ট্রির বহু নবাগত অভিনেতা অভিনেত্রীকেও নিজের হাতে শিক্ষা দিয়েছেন তিনি। আজ তাঁরা সকলেই প্রায় সফল, পরিচিত মুখ। আজকে অভিনেত্রীর বাড়িতে হাজির হয়েছিলেন সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury), রুদ্রজিৎ মুখোপাধ্যায় (Rudrajeet Mukherjee), সৈয়দ আরফিন (Syed Arefin), স্বর্ণদীপ্ত (Swarnadipto), সৌম্যদীপ মুখোপাধ্যায় (Soumyadip) ও আদিত্য চৌধুরী (Aditya Chowdhury)। 


সোশ্যাল মিডিয়ায় সবার সঙ্গে ছবিও ভাগ করে নিয়েছেন স্বাগতা। 






Dev Exclusive Interview: 'ইন্ডাস্ট্রির বেশিরভাগ মানুষ সোশ্যাল মিডিয়াতেও অন্যের ছবির প্রচার করেন না'


আজ সব্যসাচী বলছেন, 'স্বাগতাদি কখনও আমাদের কিছু শেখাতে চাননি। যখনই নিজের মতো কোনও সংলাপ বলেছি, উনি কেবল বলেছেন সেটাকেই নিজেদের মতো করে আরও ভালো করে বলতে। এভাবেই ভাবতে শেখে অভিনেতারা।'