কলকাতা: রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা 'কুলি'-তে একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল আমির খান (Aamir Khan)-কে। কিন্তু সম্প্রতি একটি খবর ছড়িয়ে পড়ে যে, আমির খান নাকি, রজনীকান্তের 'কুলি' ছবিতে অভিনয় করাটাকে 'বড় ভুল' বলে অভিহিত করেছেন। এই খবর ছড়িয়ে পড়তেই তা নিয়ে তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। আর এবার, এই নিয়ে মুখ খোলা হল আমির খানের টিমের তরফ থেকে। কী জানানো হল?
'গুজব' বলে ওড়ানো হল আমির খানের টিমের তরফ থেকে
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি স্ক্রিনশট। সেখানে বলা হচ্ছে, আমির খান নাকি 'কুলি' সিনেমায় অভিনয় করাকে বড় ভুল বলে মনে করছেন। আমির খানের টিমের তরফ থেকে এটা সম্পূর্ণ নাকচ করে দেওয়া হয়েছে। আমির খান নাকি এই ধরণের কোনও বক্তব্য রাখেননি। অভিনেতার টিমের তরফ থেকে বলা হয়েছে, আমির খান 'কুলি' সিনেমাটা নিয়ে কোনোরকম নেতিবাচক মন্তব্য রাখেননি। তিনি মোটেই কুলি ছবিতে অভিনয় করাকে 'বড় ভুল' বলে মনে করেননি। এই ধরণের কোনও মন্তব্যই তিনি রাখেননি। এটা সম্পূর্ণ রটনা। তাঁর টিমের তরফ থেকে আরও জানানো হয়েছে, সিনেমাটি নিয়ে আমির খান যথেষ্ট শ্রদ্ধাশীল। সিনেমাটি বক্সঅফিসে দুর্দান্ত ব্যবসা করেছে। সেই ব্যবসাই কথা বলে। সিনেমা নিয়ে এই ধরণের ভুয়ো খবর রটানো অর্থহীন।
'সিতারে জমিন পর' নিয়ে বিশেষ সিদ্ধান্ত আমির খানের
আমির খানের সর্বশেষ ছবি 'সিতারে জমিন পর' নিয়ে বিশেষ সিদ্ধান্ত নিয়েছেন আমির খান। আমির খানের নতুন সিনেমা এবার দেখা যাবে অনলাইনেই। নাহ, তার জন্য কোনও নতুন ওটিটি প্ল্যাটফর্মের সাবক্রিপশনের দরকার নেই। এই সিনেমা দেখা যাবে ইউটিউবেই। তবে এই সিনেমা দেখার জন্য খরচ করতে হবে, ১০০ টাকা। সেটা অবশ্য যে কোনও মাল্টিপ্লেক্সের টিকিটের দামের তুলনায় অনেকটাই কম। আমির খান বিশ্বাস করেন, বিনোদন সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। এদিন ANI -কে দেওয়া সাক্ষাৎকারে, আমি খান জানান, তিনি মনে করেন, নিজের একটা রোজগার না থাকলে, বলা ভাল একটু ভাল রোজগার না থাকলে, তার পক্ষে গিয়ে মাল্টিপ্লেক্সে টিকিট কেটে সিনেমা দেখা সম্ভব নয়। তবে বিনোদনকে যদি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হয়, তাহলে ইউটিউবের থেকে ভাল জায়গা আর নেই। তবে একেবারে বিনামূল্যে না হয়ে, এক একটা বিশেষ সিনেমার জন্য বরাদ্দ করা যেতে পারে টাকা। এর ফলে সিনেমার যেমন ব্যবসাও হবে, তেমনই মানুষ স্বল্পমূল্যে ছবিটি দেখতেও পারবেন।