মুম্বই: ২০২২ সালের বহু প্রতীক্ষিত ছবি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) অভিনীত 'ঝুন্ড' (Jhund)। নাগরাজ রাও পরিচালিত এই ছবির নতুন মুক্তির তারিখ ঘোষিত হয়েছে সম্প্রতি। এবার রবিবার প্রকাশ্যে এল ছবির নতুন গান 'আয়া ইয়ে ঝুন্ড হ্যায়'-এর (Aaya Ye Jhund Hai) ট্রেলার।


ইনস্টাগ্রামে গানের টিজার শেয়ার করে অভিনেতা লেখেন, 'পঙ্গা লেনে ওয়ালে রোতে রহ জায়েঙ্গে যব ইয়ে ঝুন্ড আয়েগা অউর সব কা দিল জিতকে যায়েগা।' অর্থাৎ, যাঁরা চ্যালেঞ্জ নেবে তাঁরা এই 'ঝুন্ড'-এর কীর্তিতে চোখে জল নিয়ে ফিরবে। 


অমিতাভ বচ্চনের ছবির এই গান মুক্তি পাবে আগামীকাল, সোমবার। গানটি তৈরি করেছেন বিখ্যাত জুটি অজয়-অতুল। গানটি গেয়েছেন তাঁদের অন্যতম অজয় গোগাভালে। গানটি রচনা করেছেন অমিতাভ ভট্টাচার্য।


 






গানটির টিজারে প্রথমেই একদল বস্তির ছেলেকে দেখা যায়। যাদের হাতে রয়েছে ক্রিকেট ব্যাট, সঙ্গে নেপথ্যে অজয়ের কণ্ঠ।


আরও পড়ুন: Ajay Devgn Singham: আসছে 'সিঙ্ঘম ৩'? অজয় দেবগণের পোস্টে চড়ল উত্তেজনার পারদ


'ঝুন্ড' এক অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষকের গল্প বলবে। এই শিক্ষকের হাত ধরে তিনি বস্তির ছেলেরা শৃঙ্খলাবন্ধ ফুটবল খেলোয়াড়ে পরিণত হবে। আগামী ৪ মার্চ প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাওয়ার কথা।