কলকাতা: ১৪ ফেব্রুয়ারি। ভ্যালেন্টাইন্স ডে (Valentine's Day)! আর এই বিশেষ দিনে ভালবাসার গান নিয়ে আসছেন নতুন জুটি এনা সাহা (Ena Saha) ও রবি শ (Ravi Shaw)। এনা সাহার প্রযোজনা সংস্থা 'জেরেক এন্টারটেনমেন্ট'-এর (Jarek Entertainment) প্রযোজনায় মুক্তি পাচ্ছে এই প্রেমের গান। কাশ্মীরে শ্যুটিং করার অভিজ্ঞতা কেমন ছিল? এবিপি লাইভকে জানালেন অভিনেতা রবি শ।
এই প্রথম জম্মু কাশ্মীরে গেলেন অভিনেতা রবি শ। পরিচালক শিলাদিত্য মৌলিক সেখানেই সেরেছেন এই ছবির শ্যুটিং। কেমন ছিল 'স্বপ্নের কাশ্মীর' ভ্রমণের অভিজ্ঞতা? অভিনেতার কথায়, 'সে এক দুর্দান্ত অভিজ্ঞতা। এই প্রথম আমি কাশ্মীরে শ্যুটিং করলাম। এমনকী কাশ্মীরে গেলামই এই প্রথম। সেখানে পৌঁছেই দেখি যে প্রচণ্ড বরফ পড়ে রয়েছে। স্বভাবতই শ্যুটিং করতে পারিনি সেদিন। একটা গোটা দিন হল্ট করে কেটে গেছে। প্রথম দিন আমরা সোনমার্গে ছিলাম, তারপর সেখান থেকে গুলমার্গ যাই। সেখানেই পুরো শ্যুটিং করা হয়।'
বরফের মধ্যে শ্যুটিংয়ের কথা মনে করতে গিয়ে রবি বলতে থাকেন, 'গুলমার্গে বিভিন্ন লোকেশনে আমরা শ্যুট করেছি। বরফ ছোড়ার সিনও ছিল গানে, সেটাও মজার অভিজ্ঞতা। সব মিলিয়ে অভিজ্ঞতা দারুণ। মাইনাস ৪-৫ ডিগ্রিতেও খুব সুস্থভাবে কাজ করেছি।'
গোটা গানের শ্যুটিং শেষ হয়েছে মাত্র দুই দিনে। এমন অপ্রতিকূল আবহাওয়ায় এত কম সময়ে কাজ শেষ করা কি কঠিন ছিল? রবি বলেন, 'একদিন হল্ট করে আরও একদিনের থেকে একটু বেশি সময়ে শ্যুট সেরেছি। একটা "বাফার ডে" ছিল মাঝে। শ্যুটিংয়ের একাধিক সমস্যা তো ছিলই। গোটা ইউনিট নিয়ে বারবার লোকেশন বদলানো একটু চাপের ছিল। তার ওপর ওখানে সন্ধে নামে তাড়াতাড়ি, তাই সেটা মাথায় রেখে কাজ করতে হচ্ছিল। কখনও আলো খুব ভাল, আবার কখনও খারাপ। সেভাবেই এক লোকেশন থেকে আরেক লোকেশন গিয়ে কাজ হয়েছে। তাছাড়া জম্মু-কাশ্মীরে দেখে যতটা মনে হয় অতটা সহজ নয়। ওখানে নিরাপত্তার কড়াকড়ি অনেকটাই বেশি।'
আরও পড়ুন: Sabyasachi Chowdhury Exclusive: 'সেই ৫০ টাকাটা আমার কাছে এখনও রাখা আছে..'
কিন্তু 'ভ্যালেন্টাইন্স ডে'-তে প্রেমের গান তো আগেও শ্রোতা শুনেছেন বহু। এই গানে এমন কী নতুন পাওয়া যাবে? অভিনেতা বলেন, 'একেবারেই ঠিক কথা যে ভ্যালেন্টাইন্স ডে-তে বহু প্রেমের গান আমরা শুনেছি। তবে আমাদের এই গানে প্রথমত তো একটা নতুন জুটি দর্শক পাবেন। তাছাড়া আছে অ্যাশ কিং এবং নিকিতা গাঁধীর কণ্ঠে বাংলা গান। এছাড়াও এখনকার দ্রুত লয়ের গানের মাঝে আমাদের 'নিশি' একটা আরামদায়ক অভিজ্ঞতা দেবে। গানের লিরিক্স, মিউজিক ভীষণ সুদিং। জুটিতে বেশ উপভোগ করা যাবে এই গান। বাকি গানের থেকে আলাদা বলব না, তবে ভীষণ মিষ্টি একটা গান শ্রোতারা উপহার পাবেন, এটুকু বলতে পারি।'
গানে খুবই নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে ঘোড়সওয়ার, শিকারায় চড়ার দৃশ্য। এই ভ্যালেন্টাইন্স ডে-তে প্রেমিক-প্রেমিকাদের কাশ্মীরের ঐশ্বরিক সৌন্দর্যে মোহিত করতে আসছেন এনা-রবি জুটি।