কলকাতা: পুজোয় মুক্তি পেয়েছিল ৩টি বাংলা ছবি। 'বহুরূপী', 'টেক্কা' ও 'শাস্ত্রী'। কয়েকদিনের মধ্যেই মুক্তি পেয়েছিল দুটি হিন্দি ছবি। 'জিগরা' আর 'ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও'। তবে পশ্চিমবঙ্গে বাংলা ছবির দাপটে কার্যত হালে পানি পায়নি এই দুটি হিন্দি ছবিই। ইতিমধ্যেই গোটা ভারতের একাধিক জায়গায় মুক্তি পেয়ে গিয়েছে 'বহুরূপী' ও 'টেক্কা'। তবে এখনও পর্যন্ত কেমন আয় হল বাংলা ছবিগুলির? কোন কোন ছবির শো বাড়ল বা কমল?
প্রথম থেকেই 'বহুরূপী'-র শো ছিল অন্য দুটি ছবির থেকে কিছু বেশি। তার ওপর এই ছবি বেশ প্রশংসিত হচ্ছে। ১০ দিনের শেষে প্রযোজকের দেওয়া হিসেব অনুযায়ী এই ছবির আয় হয়েছে ৬ কোটির কিছু বেশি। শিবপ্রসাদের আশা, এই ছবির তৈরীর খরচ উঠে আসবে শুধুমাত্র হল কালেকশন থেকেই। এটিই ছিল উইন্ডোজ়-এর এতদিনের সবচেয়ে বেশি টাকার প্রোজেক্ট। পুজোয় 'বহুরূপী'-কে কার্যত বাজি ধরেছিলেন নন্দিতা রায় ও শিবপ্রসাদের জুটি। শিবপ্রসাদ এর আগে বলেছিলেন, যদি পারফর্ম না করে ছবি, তাহলে তা মাত্র ৩ দিনেই সরিয়ে দেওয়া হবে প্রেক্ষাগৃহ থেকে কারণ দুটি হিন্দি ছবি মুক্তি পাচ্ছে। তবে সেই ভয় অমূলক প্রমাণিত হয়েছে। বলাই বাহুল্য তাঁরা সেই বাজি জিতে গিয়েছেন। যে ৩টি বাংলা ছবি পুজোয় মুক্তি পেয়েছে তার মধ্যে 'বহুরূপী'-ই সবচেয়ে এগিয়ে। পরিচালক প্রযোজকের আশা, এই ছবি খুব শীঘ্রই ১০ কোটির গন্ডি ছুঁয়ে ফেলবে।
অন্যদিকে 'টেক্কা'-র আয় সামনে এনেছেন প্রযোজক দেব-ও। তিনি জানিয়েছেন ১০ দিনে 'টেক্কা' আয় করেছে সাড়ে ৩ কোটি। এর আগে সৃজিত মুখোপাধ্যায় এবিপি লাইভকে জানিয়েছিলেন, এই ছবির বাজেট বেশ কম ছিল। তাই ছবি মুক্তির আগেই লাভের খাতাতেই ছিল 'টেক্কা'। হল কালেকশন থেকে যা লাভ হবে, সবটাই উপরি পাওনা। অন্যদিকে যেহেতু 'বহুরূপী'-র তুলনায় 'টেক্কা'-র শো বেশ কম, সেই হিসেবে 'টেক্কা'-র আয় ও কম হয়েছে। তবে এই ছবি বেশ প্রশংসিত হয়েছে। বিশেষ করে প্রশংসিত হয়েছে দেব (Dev) ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)-র অভিনয়।
'শাস্ত্রী'-র আয় এই দুই ছবির থেকে বেশ কম।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।