কলকাতা: রাত পোহালেই মহাদ্বৈরথ। কলকাতা ডার্বিতে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট (East Bengal vs Mohun Bagan)। লাল-হলুদ যেখানে নাগাড়ে চার ম্যাচ হেরে লিগ তালিকার একেবারে তলানিতে, সেখানে সবুজ-মেরুন গত ম্যাচেই কলকাতার আরেক ক্লাব মহামেডানকে তিন গোলে দুরমুশ করে আত্মবিশ্বাসের শিখরে। বর্তমান ফর্ম বলছে ম্য়াচে ফেভারিট হিসাবে নামবে মোহনবাগানই। তবে ডার্বিতে নিজেদের ফেভারিট মানতে নারাজ শুভাশিস বসু (Subhasis Bose)।


সবুজ-মেরুন অধিনায়কের মতে, 'ডার্বিতে কেউ ফেভারিট হয় না। দুই দলের সমর্থকেরা তাঁদের প্রিয় দলকে ফেভারিট বলে মনে করে। ইস্টবেঙ্গল গত কয়েকটি ম্যাচে না জিততে পারলেও, আমার মনে হয়, ডার্বিতে ওরা নিজেদের উজাড় করে দেবে। দুই দলই ডার্বি জিততে চায়। কাল ভাল লড়াই হবে। ম্যাচটা জিতে আমরা লিগ টেবলে আরও ওপরে উঠতে চাই। কাল মাঠেই খেলা হবে। মাঠের বাইরে কী হচ্ছে না হচ্ছে, জানি না। আমাদের ফোকাস রয়েছে মাঠেই। দুই দলই ডার্বিতে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। যারা ভাল খেলবে, তারাই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কাল আমরাই ভয়ঙ্কর হয়ে উঠতে চাই'। 


অধিনায়ক শুভাশিস দীর্ঘ ছুটিতে দলের প্রস্তুতি নিয়ে বলেন, 'গত ম্যাচে আমরা জিতেছিলাম। সে জন্য আমাদের ড্রেসিংরুমের অবস্থা এখন অনেক ভাল। অবকাশে আমরা একে অপরকে জানার আরও ভাল সুযোগ পেয়েছি। বোঝাপড়া আরও ভাল হয়েছে আমাদের। এই ম্যাচে আশা করি, এই ব্যাপারটা আমাদের সাহায্য করবে'। 


গতবার মোহনবাগানে খেলা আনোয়ার আলি, হেক্টর ইউস্তেরা এ বার ইস্টবেঙ্গলে। তাঁরা এ বার শত্রুশিবিরে থাকায় ইস্টবেঙ্গল কোনও বাড়তি সুবিধা পেতে পারে কি না, জিজ্ঞেস করায় সবুজ-মেরুন অধিনায়ক বলেন, 'আমাদের দলে ভাল ভাল খেলোয়াড় রয়েছে। তাদের অভিজ্ঞতাও আছে। যারা এ বার মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে গিয়েছে, তারা আগের কোচের কৌশল-পরিকল্পনা জানত। এখন আমাদের নতুন কোচ। তাঁর কৌশল-পরিকল্পনা ওদের জানার কথা নয়। তাই ওদের নিয়ে আমাদের সমস্যা হবে বলে মনে হয় না'। 


তাঁর দলের ড্রেসিংরুমের অবস্থা নিয়ে শুভাশিস বলেন, 'দলের সবাই উত্তেজিত। যারা প্রথম ডার্বি খেলছে, তারা অনেক শুনেছে এই ম্যাাচ নিয়ে। আমরা সবাই চাই এই ম্যাচটা স্মরণীয় করে রাখতে। কোনও ডার্বিই হারতে চাই না। কাল জিতে সমর্থকদের খুশি করতে চাই। এটাই লক্ষ্য'। আর ব্যক্তিগত লক্ষ্য নিয়ে বাগান-দলনেতার বক্তব্য,  'যথাসম্ভব বেশি ক্লিন শিট রাখতে চাই। গোলের সুযোগ পেলে কাজে লাগাতে চাই। দলের প্রয়োজনে গোল করতে চাই। এ বার দুটো গোল করেছি, আরও করতে চাই'। 


(তথ্য: আইএসএল মিডিয়া)


আরও পড়ুন: ডার্বিতে অতীত পারফরম্যান্স মূল্যহীন, ইস্টবেঙ্গলের মুখোমুখি হওয়ার আগে দাবি মোহনবাগান কোচের