কলকাতা:  শেষ দফার লোকসভা নির্বাচন হয়ে গেল গতকাল শনিবার ১ জুন। দেশের সমস্ত সাধারণ নাগরিকদের মতই টলিউড ইন্ডাস্ট্রির তারকারাও এদিন নিজেদের কেন্দ্রে ভোট দিয়েছেন সুষ্ঠুভাবে। বড়পর্দা থেকে ছোটপর্দা অভিনেতা-অভিনেত্রীদের ভোটদানের (Loksabha Election 2024) পর কালি লাগানো আঙুলের ছবি এসেছে প্রকাশ্যে। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছিলেন যে তাঁর নাম ভোটার লিস্টে নেই, অথচ তাঁর মৃত বাবা-মায়ের নাম জ্বলজ্বল করছে লিস্টে। এবার প্রায় একই বক্তব্য ধরা পড়ল টেলি তারকা দীপাঞ্জন ওরফে জ্যাকের (Dipanjan Bhattacharya) পোস্টে। অভিনেতা দীপাঞ্জন জানান, তাঁর শ্বশুরমশাই যিনি ৮ বছর আগে মারা গিয়েছেন, তাঁর নামেও এদিন ভোট পড়েছে। এ নিয়ে নিজের ফেসবুক প্রোফাইলে একটা বড়সড় পোস্টও দেন তিনি। কী লিখেছেন অভিনেতা ?


গতকাল নিজের ফেসবুক প্রোফাইলে একটি বড়সড় পোস্ট করে অভিনেতা দীপাঞ্জন ভট্টাচার্য (Dipanjan Bhattacharya) লেখেন, 'খবরটা পাওয়ার পর থেকেই খুব কষ্ট হচ্ছে। আমার স্ত্রী খুবই ভেঙে পড়েছে। বাপি তুমি এলে আর একবারও বললে না। সততার প্রতীকরা এটা কীভাবে করতে পারল? এরপরও এক্সিট পোলের উপর ভরসা রাখি কী করে? বাপি তুমি ২০১৬ সালে আমাদের ছেড়ে চলে গেলে, বললে না ফেরার দেশে যাচ্ছ। কিন্তু এবার সেখান থেকেই ভোট দিতে এলে, আর দেখা করলে না? তুমি তো সব দেখতে পাও, তোমার ভোটটা কে দিল বল না বাপি? নির্বাচন কমিশন তোমার অ্যাপায়ন করেছে তো? তোমার কোনও কষ্ট হয়নি তো? তিনুরা তোমায় কত ভালোবাসে দেখো, তোমায় না ফেরার দেশে থেকেও ফিরিয়ে নিয়ে এসেছে।'



শুধু তাই নয়, এই পোস্টের সঙ্গে তিনি তাঁর প্রয়াত শ্বশুরমশাই শ্রী প্রদীপ ঘোষের ভোটার স্লিপের একটি ছবিও প্রকাশ্যে আনেন। পোস্টের বয়ান থেকে বুঝতে বাকি থাকে না, তৃণমূল সরকারের দুর্নীতির দিকেই কটাক্ষের সুর চড়িয়েছেন দীপাঞ্জন। আজ থেকে ৮ বছর আগে মারা গিয়েছেন দীপাঞ্জনের শ্বশুরমশাই আর তাঁর নামে কীভাবে ভোটার স্লিপ বেরোয় ! সেই ভোটটাই (Loksabha Election 2024) বা কে দিলেন ? এই প্রশ্ন রেখে কোথাও বর্তমান সরকারকেই এক হাত নিয়েছেন দীপাঞ্জন। তবে তিনি একা নন, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কেও একই অবস্থায় পড়তে হয় ভোট দিতে গিয়ে। ভোটার তালিকায় নাম ছিল না স্বস্তিকা মুখোপাধ্যায়ের, এমনকী তাঁর বোন অজপা মুখোপাধ্যায়েরও নাম ছিল না তালিকায়। তাঁর গতকাল ভোট দিতে পারেননি, এই মর্মে সমাজমাধ্যমে ভিডিয়োবার্তায় নিজেদের নাগরিক অধিকার হারানোর ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিনেত্রী। তিনি এও জানান, তাদের নাম তালিকায় না থাকলেও তাঁর মৃত বাবা-মায়ের নাম এখনও উজ্জ্বল সেখানে।


অভিনেতা দীপাঞ্জনের এই পোস্টের কমেন্টে তাঁর অনুরাগীদেরও অনেকে একই অভিজ্ঞতার কথা তুলে ধরেন। জনৈক নেটিজেন কটাক্ষ করে কমেন্টে লেখেন, 'একবার তো প্রয়াত গায়ক দ্বিজেন মুখোপাধ্যায়ও সল্টলেকে ভোট দিয়েছেন। এসবে অবাক হওয়ার কিছু নেই। এত কিছু দুয়ারে হতে পারলে যমের দুয়ারে থেকেই বা ফেরা যাবে না কেন?'


আরও পড়ুন: Swastika Mukherjee: ভোটার তালিকায় নাম নেই স্বস্তিকার ! ভোট দিতে পারলেন না অভিনেত্রীর বোনও