কলকাতা: ভোট দিতে পারলেন না অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) এবং তাঁর বোন অজপা মুখোপাধ্যায়। ভোটার (Lok Sabha Election 2024) তালিকায় নামই নেই অভিনেত্রী ও তাঁর বোনের। অথচ এর আগে বহুবার ভোট দিয়েছেন তাঁরা। তখন কোনও অসুবিধা হয়নি। কিন্তু এবছর স্বস্তিকা এবং অজপা কারও নামই নেই ভোটার তালিকায়। গোটা ঘটনার স্বভাবতই ক্ষুব্ধ স্বস্তিকা এবং তাঁর বোন। ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে গোটা ঘটনা জানিয়েছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামেও এই ঘটনার কথা শেয়ার করেছেন তিনি। আজ ছিল সপ্তম দফা অর্থাৎ শেষ দফার ভোট। সেই দিনেই ঘটেছে এই ঘটনা। 



সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে স্বস্তিকা জানিয়েছেন, গোটা ঘটনায় তিনি এবং তাঁর বোন যথেষ্টই বিরক্ত। পুরো বিষয়টাই হতাশাজনক। স্বস্তিকা এও জানিয়েছেন যে তাঁর বোন অজপার ভোটার কার্ডও রয়েছে। কিন্তু তাঁরটা হারিয়ে গিয়েছে। পাশাপাশি তিনি এও বলেছেন যে আবাসনে তাঁরা থাকেন সেখানকার এমন অনেক বাসিন্দার ভোটার তালিকায় নাম রয়েছে যাঁরা এলাকা ছেড়ে চলে গিয়েছেন। আবার অনেক বয়স্ক মানুষের নাম রয়েছেন যাঁদের পক্ষে কোনওভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া সম্ভব নয়। এমনকি স্বস্তিকা এবং অজপার মা-বাবার নামও রয়েছে যাঁদের মৃত্যু হয়েছে বেশ কয়েকবছর হল। অথচ তাঁদের নাম নেই। ভোটার কার্ড থাকার পরেও অজপা মুখোপাধ্যায়ের নামও নেই ভোটার তালিকায়। স্বস্তিকা এবং অজপা যেখানে থাকেন সেখানকার তরুণ প্রজন্মের আরও কয়েকজনের নামও বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। অথচ তাঁরা সকলেই ভোট দিতে চান। 


প্রসঙ্গত উল্লেখ্য, গলফ গার্ডেন এলাকার রাজেন্দ্র প্রসাদ কলোনি গার্লস স্কুল এবং বয়েজ স্কুলে ভোটকেন্দ্র পড়েছিল স্বস্তিকা এবং তাঁর বোনের। আগেও এই ভোটকেন্দ্রেই ভোট দিয়েছেন তাঁরা। কোনওবার এমন পরিস্থিতিতে পড়তে হয়নি। অভিনেত্রী জানিয়েছেন ভোটার তালিকায় নাম যুক্ত করার প্রচেষ্টা তিনি চালাচ্ছেন। কিন্তু কীভাবে তাঁর এবং তাঁর বোনের নাম বাদ গেল সেটাই বুঝতে পারছেন না। ভিডিওর শেষে স্বস্তিকাকে বলতে শোনা গিয়েছে, 'খুবই রাগ হচ্ছে। বিরক্ত লাগছে।' তার আগে অভিনেত্রী এও বলেছেন যে দেশের নাগরিক হিসেবে যে অন্যতম গুরুত্বপূর্ণ অধিকার তাঁর রয়েছে, অর্থাৎ ভোটদানের অধিকার, সেটা আজ তিনি রক্ষা করতে পারলেন না। পরিচিত কিছু লোকের সঙ্গে যোগাযোগ করেছেন স্বস্তিকা। যোগাযোগ করেছেন এলাকার কাউন্সিলরের সঙ্গেও। ভোটার তালিকায় তাঁর এবং অজপার নাম নথিভুক্ত করার চেষ্টা চালাচ্ছেন তিনি। কিন্তু এবছর নাম না থাকায় ভোট দিতে পারলেন না স্বস্তিকা এবং অজপা মুখোপাধ্যায়। কীভাবে তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেল তাই নিয়েও উঠছে প্রশ্ন। 


আরও পড়ুন- শুভমন গিলের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন অভিনেত্রী ঋদ্ধিমা পণ্ডিত? জল্পনার উত্তর দিলেন নায়িকা 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।