নয়াদিল্লি: শনিবার ছিল খুশির ইদ (Eid 2023)। গোটা দেশ মেতেছিল উৎসবে। পরিবার পরিজনের প্রিয়জনের সঙ্গেই সকলে উৎসব উদযাপন করেছেন। আর এই বিশেষ দিনে প্রয়াত প্রাক্তন প্রেমিকা ও সহ অভিনেত্রী তুনিশা শর্মাকে (Tunisha Sharma) স্মরণ করলেন টেলিভিশন অভিনেতা শিজান খান (Sheezan Khan)। ইদে বিশেষ শুভেচ্ছা পাঠালেন তাঁর জন্য। ইনস্টাগ্রাম স্টোরিতে কী লিখলেন?
তুনিশা শর্মাকে ইদের শুভেচ্ছা শিজান খানের
২২ এপ্রিল গোটা দেশ উদযাপন করেছে ইদ। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি স্টোরি পোস্ট করেন শিজান খান। তাতে তিনি লেখেন, 'যে নজর থেকে দূরে আছে সেই চাঁদকেও চাঁদ মুবারক।' যদিও তিনি পোস্টে কোথাও তুনিশার নাম উল্লেখ করেননি, কিন্তু সেগুলো যে অভিনেত্রীর উদ্দেশ্যেই লেখা তা বোঝা যাচ্ছিল।
শিজান খান এদিন 'আলি বাবা: দাস্তান-এ-কাবুল'-এর সেট থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেন।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ডিসেম্বর, পালঘরের ভালিভের কাছে ধারাবাহিক 'আলি বাবা: দাস্তান-এ-কাবুল'-এর সেট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় অভিনেত্রী তুনিশা শর্মার। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক তদন্তে অনুমান। এই ঘটনার পরের দিনই অভিনেত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তুনিশার সহ-অভিনেতা ও প্রাক্তন প্রেমিক শিজান খানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির ৭০ দিন পর মার্চ মাসে তাঁর জামিন মঞ্জুর করা হয়।
জামিন পাওয়ার পর এক সাক্ষাৎকারে শিজান খানকে খানিক স্বস্তিতে শোনায়। জানান স্বাধীনতার 'সঠিক অর্থ' বুঝেছেন তিনি। শিজান বলেন, 'আজ, আমি স্বাধীনতার আসল অর্থ বুঝি এবং আমি অনুভব করতে পারছি। যখনই মা ও দিদিদের দেখি সঙ্গে সঙ্গে চোখে জল চলে আসে এবং ওঁদের কাছে ফিরে যেতে পেরে খুবই আনন্দিত। কিছুদিন এখন মায়ের কোলে শুয়ে থাকতে, মায়ের হাতে তৈরি খাবার খেতে এবং ভাইবোনেদের সঙ্গে সময় কাটাতে চাই।' তুনিশা শর্মার প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, 'আমি ওকে মিস করি এবং ও বেঁচে থাকলে আমার জন্য লড়াই করত।'
আরও পড়ুন: Amitabh Bachchan: বাঁধ মানল না আবেগ, ইলন মাস্কের জন্য গানও গেয়ে ফেললেন অমিতাভ!
সম্প্রতি তুনিশা শর্মার সঙ্গে নিজের একটি সাদা কালো ছবি পোস্ট করেন শিজান খান। সঙ্গে ক্যাপশনে একটি কবিতা লেখেন। অন্যদিকে, 'আলি বাবা: দাস্তান-এ-কাবুল' ধারাবাহিকে শিজান খানের বদলে অভিনয় করেন অভিষেক নিগম। ধারাবাহিকের নাম বদলে রাখা হয়েছে 'আলি বাবা: এক অন্দাজ অনদেখা চ্যাপ্টার ২'।