কলকাতা: মনে আছে ছোটপর্দার মধুবালা বা গীতকে? তিনি 'দৃষ্টি ধামি'। চোটপর্দায় যিনি একাধিকবার, একাধিক চরিত্রে মন কেড়েছেন, এবার সোশ্যাল মিডিয়ায় এসে তিনি ঘোষণা করলেন জীবনের নতুন অধ্যায়ের। মা হতে চলেছেন দৃষ্টি ধামি (Drashti Dhami)। নীরজের সঙ্গে ৯ বছরের বিবাহিত সম্পর্ক তাঁর। ৯ বছরের মাথায় পরিবারে আসতে চলেছে নতুন সদস্য।
সোশ্যাল মিডিয়ায় আজ একটি ছোট্ট মজার ভিডিও পোস্ট করে নিয়েছেন দৃষ্টি। সেখানে তিনি লিখেছেন, 'আমাদের পাগলামির জীবনে এক নতুন সদস্য যোগ দিতে চলেছে'। যে ভিডিওটি দৃষ্টি পোস্ট করে নিয়েছেন সেখানে দেখা যাচ্ছে, দৃষ্টি ও নীরজ একটি পোস্টার ধরে রয়েছেন। সেখানে লেখা, 'হতে পারে গোলাপি বা নীল.. আমরা কেবল জানি, সে আসছে। অক্টোবর ২০২৪' । অর্থাৎ অক্টোবর মাসেই পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। ভিডিওতে দেখা যাচ্ছে, দৃষ্টি আর নীরজকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাস করছেন পরিবারের ছোট থেকে বড় সবাই।
সোশ্যাল মিডিয়ায় দৃষ্টির এই পোস্ট প্রকাশ হতেই শুভেচ্ছাবার্তার বন্যা। হবু মা ও বাবাকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন সবাই। অভিনেতা বিক্রান্ত মেসি থেকে শুরু করে মৌনী রায়, রুবিনা দিলায়েক.. সবাই শুভেচ্ছা জানিয়েছেন দৃষ্টি ও নীরজকে। গোটা পরিবার এখন অপেক্ষায় দিন গুনছে। আর দৃষ্টি আর নীরজ দিন গুনছেন দুই থেকে তিন হওয়ার। ভিডিওর মধ্যে আরও একটি মজার জিনিস রয়েছে। ভিডিওর শুরুতে দৃষ্টি ও নীরজের হাতে দেখা যাচ্ছে শ্যাম্পেনের গ্লাস। সেখান থেকে তাদের হাত থেকে শ্যাম্পেনের গ্লাস কেড়ে নিয়ে দুধের বোতল ধরিয়ে দিচ্ছেন পরিবার পরিজনেরা। গোটা ভিডিওটাই এক্কেবারে মজার ছলে।
'দিল মিল গ্যায়ে', 'গীত', 'মধুবালা', 'এক থা রাজা, এক থি রানি'-র মতো জনপ্রিয় ধারাবাহিকের মুখ্যভূমিকায় অভিনয় করেছেন দৃষ্টি ধামি। ২০১৩ সালে, একটি রিয়্যালিটি ডান্স শো-তে দৃষ্টি অংশগ্রহণ করেন ও জয়লাভ করেছিলেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।