Yusuf Pathan : ইউসুফ পাঠানের বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ ! নোটিস ধরাল গুজরাতের ভদোদরা পৌরনিগম

VMC Serves Notice: গত ৬ জুন নোটিস ধরানো হয়েছিল। কিন্তু, বিজেপির প্রাক্তন কাউন্সিলর বিষয়টি তুলে ধরার পর বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে বিষয়টি জানান VMC-র স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সুনীল মিস্ত্রি।

Continues below advertisement

ভদোদরা : সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে তিনি 'জায়ান্ট কিলারের' তকমা পেয়েছেন। বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে পরাস্ত করেছেন কংগ্রেসের অধীর চৌধুরীকে। সেই গুজরাত থেকে এনে এই রাজ্যে তাঁকে প্রার্থী ঘোষণা করে কার্যত চমক দিয়েছিলেন তৃণমূল নেত্রী। তাতে সাফল্যও এসেছে। কিন্তু, এবার নিজের রাজ্যেই জমি জবরদখলের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানের বিরুদ্ধে। এই মর্মে তাঁকে নোটিসও ধরিয়েছে গুজরাতের বিজেপ-শাসিত ভদোদরা পৌরনিগম। পৌরনিগমের দাবি, এই জমি তাদের। Yusuf Pathan

Continues below advertisement

গত ৬ জুন নোটিস ধরানো হয়েছিল। কিন্তু, বিজেপির প্রাক্তন কাউন্সিলর বিজয় পাওয়ার বিষয়টি তুলে ধরার পর বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে বিষয়টি জানান VMC-র স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সুনীল মিস্ত্রি। এনিয়ে সংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিজেপির প্রাক্তন কর্পোরেটর জানান, ২০১২ সালে জমিটি ইউসুফ পাঠানকে বিক্রি করে দেওয়ার জন্য VMC-র পাঠানো প্রস্তাব খারিজ করে দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু, সদস্য নির্বাচিত সাংসদ একটি দেওয়াল নির্মাণ করে জায়গাটি দখল করে নিয়েছেন।

তিনি আরও বলেন, "ইউসুফ পাঠানের বিরুদ্ধে আমার কোনও ক্ষোভ নেই। TP ২২-র আওতায় তানাদালজায় VMC-র একটি রেসিডেন্সিয়াল প্লট রয়েছে। সেইসময় ওই জায়গার কাছেই বাড়ি নির্মাণ করছিলেন পাঠান। তাই,VMC-র কাছে ওই জায়গাটি চান তিনি। প্রতি বর্গমিটারে তিনি ৫৭ হাজার টাকা করে দিতে চাইছিলেন। সেইসময় প্রস্তাবে সায় দেয় VMC। জেনারেল বোর্ড মিটিংয়ে পাসও করা হয়। কিন্তু, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে রাজ্য সরকারের। তারা এ ব্যাপারে চূড়ান্ত অনুমোদন দেয়নি।" তাঁর সংযোজন," যদিও প্রস্তাবটি খারিজ হয়ে গিয়েছিল, VMC সেখানে বেড়া দেয়নি। পরে, আমি জানতে পারি যে পাঠান ওই প্লটের চারপাশে দেওয়াল নির্মাণ করে জায়গাটি দখল করে নিয়েছেন। এবার আমি পৌরনিগমকে একটা তদন্ত করতে বলি।"  এই পরিস্থিতিতে VMC-র স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সুনীল মিস্ত্রি জানিয়েছেন, জবরদখলের অভিযোগে পাঠানকে নোটিস পাঠানো হয়েছে। তিনি বলেন, "আমরা কয়েক সপ্তাহ অপেক্ষা করব। তারপর পরবর্তী পদক্ষেপ ঠিক করব।এই জমি VMC-র এবং এটা আমরা ফেরত চাইব।"

সদ্যসমাপ্ত লোকসভা ভোটে বহরমপুর কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে ৭৩ হাজার ২৬২ ভোটে হারান পাঠান। তাঁর প্রাপ্ত ভোট ৪৭৬৯১৩। অন্যদিকে, অধীর চৌধুরীর ঝুলিতে গেছে ৪০৩৬৫১ ভোট।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

Continues below advertisement
Sponsored Links by Taboola