নয়াদিল্লি: হাসপাতালে ভর্তি জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হিনা খান (Hina Khan Hospitalised)। প্রবল জ্বরে (high grade fever) ভুগছেন অভিনেত্রী। অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন, নিজেই জানালেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। 


হাসপাতালে ভর্তি অভিনেত্রী হিনা খান


প্রবল অসুস্থ 'ইয়ে রিশতা কেয়া কহেলাতা হ্যায়' ('Yeh Rishta Kya Kehlata Hai') খ্যাত অভিনেত্রী হিনা খান। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে স্টোরি পোস্ট করে সে কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী। একটি থার্মোমিটার হাতে ধরে ছবি পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে শরীরের তাপমাত্রা ১০২ ফারেনহাইটে পৌঁছেছে। ছবির সঙ্গে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, 'প্রচণ্ড জ্বর নিয়ে চারটি ভয়ঙ্কর রাত কাটিয়েছি... কিছুতেই কমে না জ্বর... এক নাগাড়ে ১০২-১০৩ তাপমাত্রা... উফ, এখন আর কোনও ক্ষমতা নেই... খুবই অস্বস্তিকর জীবনের আপডেট তাঁদের জন্য যাঁরা আমার জন্য চিন্তায় ছিলেন... খুব দ্রুত ফিরব সুস্থ হয় ইনশাআল্লাহ্... আপনাদের ভালবাসা পাঠান দয়া করে।'




এরপর আরও একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় বসে রয়েছেন অভিনেত্রী, তাকিয়ে আছেন জানলা দিয়ে বাইরের দিকে। ক্যাপশনে লেখা, 'লাইফ আপডেট... চতুর্থ দিন।' 




ছোটপর্দার ডিভা হিনা খান, জনপ্রিয় 'ইয়ে রিশতা কেয়া কহেলাতা হ্যায়', 'নাগিন ৫' ('Naagin 5'), 'কসৌটি জিন্দেগি কে' ('Kasautii Zindagii Kay'), 'ড্যামেজড ২'-এর ('Damaged 2') মতো ধারাবাহিকে অভিনয় করেছেন। তাঁকে 'বিগ বস ১১' ('Bigg Boss 11') অনুষ্ঠানে দেখা গিয়েছিল। প্রসঙ্গত, তাঁকে কাজের ক্ষেত্রে, শেষ দেখা গিয়েছিল 'ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ১৩'-র ('Fear Factor: Khatron Ke Khiladi 13') চ্যালেঞ্জার হিসেবে।                                                                


আরও পড়ুন: 'Ahana': লেখিকার চরিত্রে সুদীপ্তা, বিপরীতে জয় সেনগুপ্ত, প্রমিতা ভৌমিকের পরিচালনায় আসছে 'অহনা'


প্রসঙ্গত, ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতেও থাকেন সক্রিয়। ২০২১ সালে হারান বাবাকে। শ্যুটিং সারছিলেন কাশ্মীরে (Kashmir)। সেখানেই হঠাৎ বাবার মৃত্যুর খবর পান অভিনেত্রী। তড়িঘড়ি ফিরে আসেন মুম্বইয়ে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল অভিনেত্রীর বাবার। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।