কলকাতা: মাত্র কয়েক মাসের ব্যবধান। ফের অসুস্থ টেলি অভিনেতা রুবেল দাস (Rubel Das)। চলতি বছরের জুলাই মাসে শ্যুটিং করতে গিয়ে গুরুতর চোট পান অভিনেতা। এবার ফের হাসপাতালের বিছানায় তিনি (Actor Hospitalized)। কী হয়েছে তাঁর? পোস্টে জানালেন নিজেই। সেই সঙ্গে প্রশংসা ও ভালবাসায় ভরালেন প্রেমিকা ও অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে (Sweta Bhattacharya)।
এবারের পুজো হাসপাতালেই কাটল রুবেলের, পাশে সর্বক্ষণের সঙ্গী প্রেমিকা শ্বেতা
বঙ্গবাসী এখনও পুজোর রেশ কাটিয়ে উঠতে পারেনি। গতকালই ছিল দশমী। উৎসবের শেষ লগ্নেও সকলে একে অপরকে বিজয়ার শুভেচ্ছা জানাতে ব্যস্ত। প্রত্যেক তারকাও তাঁদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন। তবে টেলি অভিনেতা রুবেলের এবার পুজো খুব একটা 'সুস্থ' কাটেনি।
একাদশীর দিন অর্থাৎ আজ নিজের সোশ্যাল মিডিয়ায় শ্বেতার সঙ্গে একটি সেলফি পোস্ট করেছেন অভিনেতা। সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে তিনি হাসপাতালের বিছানায় শুয়ে। পরনে হাসপাতালেরই পোশাক। পাশে একেবারে সাদামাটা হয়ে দাঁড়িয়ে শ্বেতা। তবে দু'জনের মুখেই 'বেঁধে বেঁধে থাকা'র হাসি।
এদিন ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেতা লেখেন, 'শুভ বিজয়া জানাই সকলকে। এবার পুজো আমার কেটেছে ডেঙ্গির সঙ্গে, দ্বিতীয়া থেকে শুরু করে এখনও লড়াই শুধু সুস্থ হওয়া নিয়ে, তবে পরিবার পাশে না থাকলে এই লড়াই অনেক কঠিন ছিল। বিশেষ করে শ্বেতা ভট্টাচার্য না থাকলে সুস্থ হওয়া খুব কঠিন ছিল।' একইসঙ্গে তিনি শ্বেতাকে নিয়ে আরও লিখে চলেন, 'আমার জন্য তুমি নিজে ঠাকুর দর্শন পর্যন্ত করলে না, সারাদিন আমাকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে ডাক্তারের সঙ্গে কথা বলা, আমার ওষুধ, আমার রক্তপরীক্ষা, প্লেটলেট নিয়ে চিন্তা, আমাকে মানসিক শক্তি দেওয়া, আমার প্রত্যেক বিষয়ে খেয়াল রাখা।'
রুবেলের পোস্টের প্রত্যেক ছত্রে শ্বেতার আত্মত্যাগ, ভালবাসার প্রমাণ স্পষ্ট। সেই সঙ্গে রুবেলের লেখা, 'মনে হল উমা আমার সঙ্গেই ছিল সর্বক্ষণ, তাই আমি এখন সুস্থ। কৃতজ্ঞ তোমার কাছে।' সত্যিই তো। উমা কি শুধু মণ্ডপে থাকেন? উমা তো সাধারণ মানুষের মধ্যেই বিরাজমান। রুবেলের পোস্টে কমেন্ট করে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: Rajkummar Rao: ভোট করাতে ভরসা সেই ‘নিউটন’, নির্বাচন কমিশনের ‘জাতীয় আইকন’ রাজকুমার
রুবেল যখন এর আগে দুর্ঘটনায় আহত হয়েছিলেন সেইসময়েও তাঁর সর্বক্ষণে সঙ্গী ছিলেন অভিনেত্রী শ্বেতা। অনুরাগীদের প্রত্যেক মুহূর্তে রুবেলের স্বাস্থ্যের আপডেটও তিনিই দিচ্ছিলেন। অন্যদিকে এদিন রুবেলের পোস্টে তাঁর অনুরাগীদেরও বেশ চিন্তিত শোনালো। একজন লেখেন, 'রুবেল দা তোমার ওপর একটার পর একটা ঝড় যাচ্ছে, তোমার সুস্থতা কামনা করি।' অপর একজন লেখেন, 'ঈশ্বর কেন এত কষ্ট দিচ্ছেন তোমাকে!' বিজয়ার শুভেচ্ছার সঙ্গে সকলেই রুবেলের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন