কলকাতা: কমলা আর শ্রীমান পৃথ্বীরাজের সারল্যে ভরা দাম্পত্যের গল্প, নোলক-অরিন্দমের প্রেম অথবা দীপা-সূর্যের নজরকাড়া রসায়ন...বাঙালির সন্ধেটা তো জমিয়ে রাখেন এরাই। সপ্তাহান্তে এক ঝলকে দেখে নেওয়া যাক.. আগামীদিনে ছোটপর্দায় কোন গল্পে আসতে চলেছে কী কী ট্যুইস্ট?


কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ


কমলা ইংরাজি বলতে পারে, গান গাইতে পারে, সেটা জানতে পেরে মুখোপাধ্যায় বাড়ির সবার মাথায় হাত। কিন্তু কমলাকে সমস্তরকম বিপদ থেকে রক্ষা করতে হাজির থাকে মানিক। সঙ্গীসাথীদের নিয়ে লখাকে জব্দ করার ছক কষে মানিক। সে ইতিমধ্যেই জানতে পেরে গিয়েছে, তার কাজকর্মের ব্যাপারে ফণিভূষণবাবুকে তথ্য দিয়েছে এই লখাই। তার জন্যই মানিককে স্কুল ছাড়িয়ে বাড়িতে শিক্ষক নিয়োগ করে পড়ানোর ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে আরও এক নতুন দায়িত্ব পেয়েছে মানিক। কৃষকদের থেকে খাজনা আদায় করার দায়িত্ব তাদে দিয়েছে রুদ্রদীপ। কী হবে এবার? 


এক্কা-দোক্কা


অনির্বাণকে বিয়ের প্রস্তাব দেয় রাধিকা। কিন্তু তাতে কি রাজি হবে অনির্বাণ? রাধিকা আর অনির্বাণের বিয়ের খবর শুনে পোখরাজই বা কী সিদ্ধান্ত নেবে? জানা যাবে আগামী পর্বে।


হরগৌরী পাইস হোটেল


পড়াশোনা আর পাইস হোটেলের দায়িত্ব, দুয়ের মধ্যেই ভারসাম্য রক্ষার চেষ্টা করে ঐশানী। সামনেই তাঁর কলেজের ফাইনাল পরীক্ষা। পড়াশোনা সামলে, কোর্টের কেস, পরিবারের প্রতি দায়িত্ব, সবই পালনের চেষ্টা করে সে। প্রভাকর আর ঐশানী কি আদালতের কেসটা জিততে পারবে? ঐশানী কি প্রমাণ করতে পারবে পিকু আর মিতালি তাপসেরই সন্তান?


গোধূলি আলাপ


নোলকের জীবনে শুরু হয় এক নতুন অধ্যায়। নোলক জানতে পারে সে অন্তঃসত্ত্বা। কিন্তু এই সন্তান কার? কারও কথা না শুনে অরিন্দমকে খুঁজতে শুরু করে নোলক। অন্যদিকে অরিন্দম বেঁচে থাকলেও সে নোলকের থেকে অনেক দূরে। তাঁর লুক বদলেছে, এমনকি একটি অন্য পেশায় জীবনযাপন করছেন তিনি। ছেড়ে দিয়েছেন ওকালতি। কে এই নতুন অরিন্দম?


অনুরাগের ছোঁয়া


আদালতে দীপা ও সূর্যের বিচ্ছেদের মামলা ওঠে। বিচারক নির্দেশ দেন, ৬ মাস সূর্য ও দীপাকে একসঙ্গে থাকতে। দীপার বাড়ি যেতে, তার সঙ্গে এক ছাদের তলায় থাকতে বাধ্য হয় সূর্য। ফুলে, প্রদীপে তাকে স্বাগত জানায় দীপা। এই ৬ মাস কী মুছে দেবে দীপা আর সূর্যের মাঝের সমস্ত ভুল বোঝাবুঝি? উত্তর দেবে সময়।


আরও পড়ুন: Amitabh Bachchan on Pamela Chopra's demise: 'একে একে সবাই আমাদের ছেড়ে যাচ্ছে...!' পামেলা চোপড়ার মৃত্যুতে শোকাহত বিগ বি