কলকাতা:  সপ্তাহান্তে বৈঠকি আড্ডার একটা অংশ হয়ে ওঠে ধারাবাহিকের বিভিন্ন ঘটনা। কোন পরিবারে ঠিক কী কী হচ্ছে, তা নিয়ে কিন্তু জোর চর্চা চলে অনেকের মধ্যেই। সপ্তাহের শেষে কোন ধারাবাহিকে কী কী চমক আসতে চলেছে, এবিপি লাইভ হদিশ দিচ্ছে তার। 


 


হরগৌরী পাইস হোটেল


ঐশানীর ওপর প্রচন্ড রেগে গিয়ে তাকে খুন করার চেষ্টা করে প্রভাকর। ঐশানীকে মারতে উদ্যত হয় সে, কিন্তু তাকে বাঁচাতে গিয়ে আঘাত পায় শঙ্কর। এবার তাকে কীভাবে রক্ষা করবে ঐশানী? প্রভাকরেরই বা কি শাস্তি হবে? সেই গল্পই জানা যাবে ধারাবাহিক হরগৌরী পাইস হোটেলের আগামী এপিসোডে। 


সন্ধ্যাতারা


ধারাবাহিক সন্ধ্যাতারায়, আকাশনীল সন্ধ্যাকে জানায়, তাকে ডিভোর্স দিতে চায় সে। কিন্তু সেই কথায় রাজি হয় না সন্ধ্যা। সে বলে, আকাশদীপকে এই সত্যিটা স্বীকার করে নিতেই হবে যে সে এখন সন্ধ্যার স্বামী। তার সঙ্গে সন্ধ্যার বিয়ে হয়ে গিয়েছে। অন্যদিকে, সন্ধ্যা ফোন করে এক ভয়ানক দায়িত্ব দেয় তারাকে। তাকে বলে, আকাশদীপের প্রাক্তন প্রেমিকাকে খুঁজে বের করতে। এবার কী করবে তারা? দিদি সন্ধ্যাকে কি সে বলতে পারবে সবটা? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে। 


অনুরাগের ছোঁয়া


ধারাবাহিক অনুরাগের ছোঁয়া-র গল্পে দেখানো হচ্ছে, দীপাকে না জানিয়েই হোস্টেলে পাঠিয়ে দেওয়া হয় সোনা ও রূপাকে। কোনক্রমে নিজের দুই মেয়েকে খুঁজে পায় দীপা কিন্তু মাকে চিhttps://twitter.com/abpanandatvনতে অস্বীকার করে সোনা ও রূপা। হঠাৎ দুই মেয়ের এইভাবে দূরে সরে যাওয়া, এমনকি তাঁকে চিনতে অস্বীকার করায় প্রচন্ড আঘাত পায় দীপা। সত্যিই কি মাকে ভুলে গিয়েছে এই দুই খুদে? তাদের হস্টেলেই বা কে দিয়ে এল? সেই উত্তর মিলবে আগামী পর্বে।


কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ


গ্রামে মেয়েদের স্কুল শুরু করা নিয়ে প্রচন্ড বাধার মুখে পড়া কমলা। কিন্তু সব বয়সের সমস্ত সঙ্গীদের নিয়ে প্রতিবাদ করে কমলা। তাদের স্কুল ভেঙে দিতে গেলে রুখে দাঁড়ায় সবাই। বাধার মুখে পড়ে আপাতত রণে ভঙ্গ দেয় সবাই। কিন্তু গ্রামে মেয়েদের স্কুল আনতে গিয়ে আর কী কী বাধার সম্মুখীন হতে হবে সবাইকে, সেই উত্তর মিলবে পর্দায়। 


লাভ বিয়ে আজকাল


ছোটপর্দায় নতুন ধারাবাহিকের গল্প নিয়ে ফিরছেন ওম সাহানি। সদ্য প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের প্রোমো। সেখানে পাওয়া যাচ্ছে চরিত্রদের আঁচ। ওমকে এখানে দেখা যাবে, একজন ধনী, দাম্ভিক বার-মালিকের চরিত্রে। ধারাবাহিকে তাঁর নাম ওম প্রকাশ ঘোষ। অন্যদিকে মৌমিতাকে দেখা যাবে বারের নতুন গায়িকার চরিত্রে। তাঁর চরিত্রের নাম শ্রাবণ। তাঁর গান শুনে মুগ্ধ হয়ে বেশি টাকা দিয়ে গান গাওয়ার অফার দেয় ওম। কিন্তু সেই টাকা প্রত্যাখ্যান করে চলে যায় শ্রাবণ। কীভাবে তাঁদের মধ্যে রসায়ন জমবে, সেই গল্প নিয়েই ধারাবাহিক এগিয়ে যাবে। 


আরও পড়ুন: Allu Arjun: জাতীয় পুরস্কারে সেরা অভিনেতা অল্লু অর্জুন, বাড়ির বাইরে পটকা ফাটিয়ে উচ্ছ্বাস প্রকাশ ভক্তদের