নয়াদিল্লি: পুরোদমে চলছে 'গোট' ('GOAT' Shooting) ছবির শ্যুটিং। কেরলে শ্যুটিংয়ের ফাঁকে তারকা থলপতি বিজয়কে (Thalapathy Vijay) দেখতে উপচে পড়া জনস্রোত। বিশাল সংখ্যক সাধারণ মানুষ তাঁদের প্রিয় তারকাকে দেখার জন্য রাস্তা আটকে ভিড় জমান। বিমানবন্দরের গেটের বাইরে প্রায় হাজার খানেক অনুরাগী ছিলেন অভিনেতাকে একবার দেখার অপেক্ষা। আর সেখানেই হল ধুন্ধুমার। যে গাড়িতে অভিনেতা সফর করছিলেন সেটি জনতার টার্গেট হয়ে দাঁড়ায়। একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে গোটা গাড়ির কাচ ভেঙে তছনছ হয়ে পড়ে আছে। 


প্রবল জনতার চাপে তছনছ থলপতি বিজয়ের গাড়ি


একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে একটি গাড়ি তছনছ অবস্থায় দাঁড় করানো। প্রবলভাবে ক্ষতিগ্রস্থ সেই গাড়ির কাচ ভেঙে ছড়িয়ে পড়ে আছে চারিদিকে। ডেনচারও তৈরি হয়েছে একাধিক স্থানে। 


কেরলে চলছে 'GOAT' ছবির শ্যুটিং। প্রায় সপ্তাহখানেক ধরে শ্যুটিং চলবে বলেই খবর। বেশ কয়েক বছর পর কেরলে বিজয় শ্যুটিং করতে গেলেন এবং প্রবল ভালবাসার সহিত তাঁকে স্বাগত জানায় অনুরাগীরা। বিশাল ভিড় জমে তাঁদের, এবং বিমানবন্দর থেকে শ্যুটিং লোকেশন পর্যন্ত অভিনেতার গাড়ির সঙ্গে ভিড় প্রবহমান ছিল। 


 






শোনা যাচ্ছে, তিরুঅনন্তপুরমের 'গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়াম'-এ শ্যুটিং সারবেন থলপতি বিজয়। সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যের শ্যুটিং হওয়ার কথা ওই স্থানে। বিজয়ের সঙ্গে ক্রুয়ের আরও কয়েকজন তারকারও উপস্থিত থাকার কথা এই কেরল শিডিউলে। 'GOAT'-এর শ্যুটিং প্রায় শেষের মুখে, এবং বড় বাজেটের এই ছবির শ্যুটিং আর সপ্তাহ দুয়েকের মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা। চেন্নাই, তাইল্যান্ড, হায়দরাবাদ, পুদুচেরির একাধিক স্থানে এই ছবির শ্যুটিং হয়েছে। 


এর আগে যখন লোকেশ কনগরাজ, বিজয়ের আগের ছবি 'লিও'র পরিচালক কেরলে পৌঁছন, তখনও তাঁকে ছেঁকে ধরেন অনুরাগীরা। ওই রাজ্যে অন্যান্য তামিল অভিনেতাদের তুলনায় বিজয়ের অনুরাগী সংখ্যা বেশ অনেকটাই বেশি। কেরলের বক্স অফিসে 'লিও' হিট করে এবং প্রায় ৬০ কোটিরও বেশি টাকা আয় করে। 


আরও পড়ুন: Sidhu Moose Wala: তারকা ছেলেকে হারিয়ে ৫৮ বছর বয়সে ফের সন্তানধারণ, IVF নিয়ে এবার আইনি গেরোয় সিধুর পরিবার


সূত্রের খবর অনুযায়ী, 'GOAT' ছবিতে তৃষা কৃষ্ণণকে ক্যামিও চরিত্রে দেখা যাবে। শোনা যাচ্ছে ইতিমধ্যেই তিনি নিজের চরিত্রের শ্যুটিং সেরে ফেলেছেন। যার মধ্যে একটি গানের দৃশ্যও আছে। এই ছবির বিশাল কাস্টে রয়েছে প্রশান্ত, প্রভু দেবা, স্নেহা, আজমল আমির, বৈভব, লায়লা, মোহন, অরবিন্দ আকাশ, ও অজয় রাজের মতো অভিনেতারা। সূত্রের খবর অনুযায়ী, 'GOAT' একটি টাইম ট্র্যাভেল নিয়ে ছবি। হলিউড ছবি 'লুপার' থেকে অনুপ্রাণিত এই ছবি। বিজয়কে দ্বৈত চরিত্রে দেখা যাবে, যার মধ্যে কিশোর বয়স, মধ্যবয়স, দুইই আছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।