মুম্বই: আগামী ২৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অজয় দেবগনের (Ajay Devgn) বহু প্রতীক্ষিত ছবি 'থ্যাঙ্ক গড' (Thank God)। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে আরও দুই তারকাকে। রকুলপ্রীত সিংহ এবং সিদ্ধার্থ মলহোত্র এই ছবিতে অভিনয় করছেন মুখ্য চরিত্রেই। ছবি মুক্তি পেতে হাতে আর একেবারেই সময় নেই। আর তারই মাঝে বদলে গেল অজয় দেবগন অভিনীত চরিত্রের নাম। 


'থ্যাঙ্ক গড' ছবিতে অজয় দেবগন অভিনীত চরিত্রের নাম ছিল 'চিত্রগুপ্ত' (Chitragupt)। ছবির ট্রেলার ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। যেখানে দেখা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়ে এক রিয়েল এস্টেট ব্রোকার। সে চোখ খুলে দেখে যে সে স্বর্গে রয়েছে। সেখানেই তাকে একটা খেলা খেলতে বলা হয়। সেই খেলায় যদি সে জেতে তাহলে ফের সে পৃথিবীতে ফিরে যেতে পারবে। এই  রিয়েল এস্টেট ব্রোকারের চরিত্রে অভিনয় করছেন সিদ্ধার্থ মলহোত্র। অজয় দেবগনকে দেখা যাচ্ছে চিত্রগুপ্তর ভূমিকায়। যিনি মানুষের কর্মফল বোঝাচ্ছেন। ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই দেখা দেয় নানা বিতর্ক। দাবি তোলা হতে থাকে যে, 'থ্যাঙ্ক গড' ছবিতে অজয় দেবগনের নাম চিত্রগুপ্ত রাখায় ভাবাবেগে আঘাত লেগেছে বহু মানুষের। আর তারপরই ছবির পরিচালক ইন্দ্র কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। 


বদলে গেল 'থ্যাঙ্ক গড' ছবিতে অজয় দেবগনের চরিত্রের নাম-


'থ্যাঙ্ক গড' পরিচালক ইন্দ্র কুমারের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ তুলে জৌনপুর আদালতে মামলা দায়ের করেন জনৈক ব্যক্তি। ছবি মুক্তির আগে সমস্ত বিতর্কের মুখ বন্ধ করার জন্য নির্মাতারা অজয় দেবগন অভিনীত চরিত্রের নাম বদলে ফেললেন। ট্রেলারে দেখা গিয়েছিল যে, অজয় দেবগনের অভিনীত চরিত্রের নাম 'চিত্রগুপ্ত'। বদলে বর্তমানে নাম রাখা হয়েছে 'সিজি' (CG)। 


আরও পড়ুন - Vaishali Takkar Death: বৈশালীর মৃত্যুর পর তাঁর শেষ ইচ্ছে পূরণ করল পরিবার


প্রসঙ্গত, সম্প্রতি অজয় দেবগনের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় 'থ্যাঙ্ক গড' পরিচালক ইন্দ্র কুমারকে। তিনি বলেন, 'আমি যখনই কোনও ছবিতে কাজের প্রস্তাব নিয়ে ওর (অজয় দেবগন) কাছে গিয়েছি, ও আমার দিকে শুধু তাকিয়েছে। আর বলেছে যে ছবিটা ও করবে। এমনকি ছবির স্ক্রিপ্ট পড়েনি ও।' ছবির মুখ্য চরিত্রে অভিনয় করা অভিনেত্রী রকুলপ্রীত সিংহ প্রশংসায় ভরিয়ে দেন পরিচালক ইন্দ্র কুমারের।