মুম্বই: সম্প্রতি মুম্বই-পুনে হাইওয়েতে দুর্ঘটনায় গুরুতর আহত হন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। ১৩ দিন মুম্বইয়ের কোকিলা মুম্বই ধীরুভাই আমবানি হাসপাতালে ভর্তি থাকার পর গত ৩১ তারিখ বাড়ি ফিরেছেন তিনি।

হাসপাতাল থেকে ফিরে নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি ছবি শেয়ার করেন শাবানা। দুর্ঘটনার পর এই ছবিটিই প্রথম প্রকাশ্যে আসে তাঁর।



দুর্ঘটনার দিন শাবানার যে চেহারার ছবি সামনে আসে তা দেখে যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন তাঁর অনুরাগীরা। তাঁর মুখে আঘাতের চিহ্ন ছিল ও সেখান থেকে যথেষ্ট রক্তপাতও হচ্ছিল। সম্প্রতি শেয়ার করা তাঁর ছবিতে দেখা যাচ্ছে তুলনামূলকভাবে অনেক সুস্থ দেখাচ্ছে তাঁকে। চোখে সামান্য আঘাতের চিহ্ন থাকলেও দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি।

ছবি শেয়ার করে তাঁর সমস্ত অনুরাগী ও চিকিৎসকদের ধন্যবাদ জানান তিনি। চিকিৎসকদের সহযোগীতা ও ভক্তদের প্রার্থনার জন্যও ধন্যবাদ জানান তিনি।