বলিউড ছাড়ছেন পরিচালক অনুভর সিনহা। ট্যুইট করে সকলে চমকে দিলেন জনপ্রিয় পরিচালক।
অনুভব সিনহার পরিচালনায় একের পর এক ভিন্নস্বাদের ছবি দেখেছে দর্শক। প্রতিটি ছবিই প্রায় ক্রিটিক্যালি অ্যাক্লেইমড। 'মুল্ক','থাপ্পড়','আর্টিকল ১৫'-এর মতো ছবির পরিচালক কিনা বলিউড ছাড়বেন? ঘোষণায় স্তম্ভিত বলিউড ও চলচ্চিত্রপ্রেমীরা।

কেন ছাড়বেন বলিউড? নাহ্। বিস্তারিত কিছুই লেখেননি তিনি। তবে তিনি যে বিরক্ত, তা স্পষ্ট। লিখেছেন, 'যথেষ্ট হয়েছে। বলিউড ছাড়ছি।'



নিজের ট্যুইটার প্রোফাইলও পরিবর্তন করে ফেলেছেন অনুভব। 'অনুভব সিনহা' থেকে পরিবর্তিত হয়ে তাঁর এখনকার ট্যুইটার অ্যাকাউন্ট 'অনুভব সিনহা (নট বলিউড)'

ট্যুইটারে তাঁকে খুঁজতে গেলে সার্চ করতে হবে @anubhavsinha বলেই। এক্ষেত্রে কোনও পরিবর্তন হয়নি।



পরিচালক সুধীর মিশ্র এর উত্তরে লেখেন, বলিউড কী? আমি সত্যজিত রায়স রাজ কপূর, গুরু দত্ত, ঋত্বিক ঘটক, বিমল রায়, মৃণাল সেন, হৃষিকাশ মুখোপাধ্যায়, কে আসিফ, বিজয় আনন্দ, জাভেদ আখতার, তপন সিংহ, গুলজার, শেখর কপূর, কেতন মেহতা, ভারতন, অরবিন্দন প্রমুখদের দেখে সিনেমা জগতের অংশ হতে এসেছিলাম। সেইজন্যই আমি সবসময়ই থাকব।
পরিচালক হনসল মেহতাও ট্যুইটে জবাব দেন।
অনুরাগীরাও তাঁকে ছবি পরিচালনা করা না-ছাড়ার অনুরোধ করেন, সে বলিউডের বাইরে থেকে হলেও।

একজন আবার তাঁর বলিউড ছাড়ার অন্য অর্থ বের করে ট্যুইট করেন। লেখেন, অভিনয় করতে শুরু করবেন না যেন স্যর। কেউ সম্মান করে না। যদিও পরিচালকদেরও কেউ সম্মান করে না।